গ্রুপ ডি নিয়োগের পরীক্ষার তারিখ ঘোষণা, সমস্ত তথ্য জানুন

নয়াদিল্লি: বহু প্রতিক্ষীত আরআরবি গ্রুপ-ডি পরীক্ষার (RRB Group D) তথ্য জানাতে লগ-ইন পেজ অ্যাক্টিভেট করল ভারতীয় রেলওয়ে৷ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে৷ রেজিস্টার করা প্রার্থীরা লগ-ইন করলে পরীক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে পারবেন৷

আগামী ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে আরআরবি গ্রুপ-ডি পরীক্ষা৷ কম্পিউটার বেসড পরীক্ষাটি (সিবিটি) জন্য প্রায় ১.৮৯ কোটি প্রার্থী আবেদন করেছেন৷ শূন্যপদের সংখ্যা থাকছে ৬৩ হাজার৷ প্রার্থীরা পরীক্ষাটির জন্য অ্যাডমিট কার্ড পরীক্ষার চারদিন আগে ডাউনলোড করতে পারবেন৷

লগ-ইন করার পর হোমপেজে আবেদনকারী দেখতে পাবেন নিজের পরীক্ষাকেন্দ্র, তারিখ এবং সময়৷ আরআরবি জানাচ্ছে, আগামী ১০ সেপ্টেম্বর থেকে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রার্থীরা একটি অনলাইন ট্রায়াল মক-টেস্ট দিতে পারবেন৷ তবে, পরীক্ষাটি শুধুমাত্র প্র্যাকটিসের জন্যই থাকছে৷ এই ট্রায়াল মক-টেস্ট প্রার্থীদের ফাইনাল পরীক্ষার জন্য আরও বেশি অভ্যস্ত করে তুলবে৷ রেলওয়ে গ্রুপ-ডির প্রথমপর্বের সিবিটি ৯০ মিনিট ধরে হবে৷ ১০০ নম্বরের পরীক্ষার প্রশ্নগুলি অংক, জেনারেল ইনটেলিজেন্স, রিজনিং, জেনারেল সায়েন্স, জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ারসের উপর থাকবে৷