স্ত্রী’র মুণ্ড হাতে থানায় এসে আত্মসমর্পণ স্বামীর


চিকমাঙ্গালুর: স্ত্রী'র কাটা মুণ্ড নিয়ে আত্মসমর্পণ করতে থানায় হাজির হলেন স্বামী। এই হাড় হিম করা ঘটনার কেন্দ্রস্থল কর্ণাটকের চিকমাঙ্গালুর। বাড়ি ফেরার পর স্ত্রী রূপাকে অন্য পুরুষের সঙ্গে দেখার পর মাথা ঠিক রাখতে পারেননি সতীশ। রাগের বসে রূপার সঙ্গীকে আক্রমণ করতে গিয়ে সেই কোপ পড়ে যায় রূপার উপর। বিপদ বুঝে পালিয়ে যায় রূপার সঙ্গী।
 
৩০ বছর বয়সী সতীশের সঙ্গে রূপার বিয়ে হয় নয় বছর আগে। তাদের দুটি সন্তানও রয়েছে। এদিকে গ্রামেরই এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন রূপা। সতীশ তাদের বারবার সতর্ক করলেও লাভ হয়নি কিছুই।  রবিবার বেঙ্গালুরু থেকে ফিরে সতীশ এই ঘটনা দেখার পর নিজেকে আর স্থির রাখতে পারেনি।

ক্রোধের বশে সেখানেই স্ত্রী'র মুণ্ডচ্ছেদ করেন। তারপর সেই কাটা মাথা একটি ব্যাগে নিয়ে মোটরবাইক চালিয়ে ২০ কিলোমিটার দূরের থানায় উপস্থিত হন। এরপর থানায় ঢোকার আগে ব্যাগ থেকে সেই মুণ্ড বের করে চুলের মুঠি ধরে নিয়ে যান পুলিশের কাছে। পুলিশ তাকে গ্রেফতার করে।চিকমাঙ্গালুর পুলিশ সুপার আন্নামালাই কুপ্পাস্বামী জানিয়েছেন, তার বিরুদ্ধে ৩০২ ধারায় খুনের মামলা রুজু করা হয়েছে৷