ব্রাত্যকে সরিয়ে তথ্যপ্রযুক্তির মন্ত্রী হলেন অমিত

রাজ্য়মন্ত্রী সভায় বড়সড় রদবদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তথ্যপ্রযুক্তিমন্ত্রী ব্রাত্য বসুকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হল৷ ব্রাত্য বসুর পরিবর্তে সেই পদে এলেন অমিত মিত্র৷ তিনি ইতিমধ্যেই রাজ্যের শিল্প এবং অর্থমন্ত্রী৷

অন্যদিকে ব্রাত্য বসু রাজ্যে জৈব প্রযুক্তি দফতরের দায়িত্ব পেলেন৷ রাজ্যের অন্যমন্ত্রী অসীমা পাত্রের দায়িত্ব কিছুটা বাড়ল৷ কৃষি এবং মৎস্য দফতরের প্রতিমন্ত্রী করা হল অসীমাকে৷

প্রসঙ্গত, শিল্প এবং অর্থমন্ত্রী হিসেবে অমিত মিত্রই রাজ্যের মুখ হিসেবে দেশ বিদেশে পরিচিত৷

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্পের খোঁজে বিদেশ সফর সবকিছুর পিছনেই অমিত মিত্রের মতামত এবং যোগাযোগ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷

পশ্চিমবঙ্গকে দেশের তথ্যপ্রযুক্তির মানচিত্রে অনতম জায়গা করে দিতেই এই বর্ষীয়ান অর্থনীতিবিদের ওপরেই ভরসা রাখছেন মমতা৷