মুজফফরপুরের সেই আশ্রম থেকে কঙ্কাল উদ্ধার করল সিবিআই


মুজফফরপুর: বিহারের মুজজফপুর আশ্রম কাণ্ডে নয়া মোড়৷ এবার সেই ঘটনার তদন্তে থেকে মানব কঙ্কাল উদ্ধার করল সিবিআই৷ মুজফফরপুরের সিকন্দরপুর এলাকা থেকে উদ্ধার হয় সেই কঙ্কাল৷ তদন্তকারী অফিসারদের অনুমান কঙ্কালটি হোমের এক আবাসিক৷ তবে ফরেন্সিক পরীক্ষার পর এই বিষয়ে নিশ্চিত হওয়া যাবে৷

জানা গিয়েছে সিকন্দরপুর এলাকার একটি কবরস্থান থেকে কঙ্কালটি উদ্ধার করেন তদন্তকারীরা৷ সেটি পরবর্তী পরীক্ষার জন্য ফরেন্সিক ল্যাবে নিয়ে যাওয়া হয়েছে৷ কঙ্কালটির ডিএনএ পরীক্ষাও হবে৷ পাঁচ মাস আগে মুজফফরপুরের হোম কাণ্ড গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল৷ এই হোমের ৪০ জন নাবালিকা যৌন নির্যাতনের শিকার হয়৷ পরবর্তীকালে মেডিক্যাল পরীক্ষায় প্রত্যেকের ধর্ষণ প্রমাণিত হয়৷ এছাড়া হোমের এক নাবালিকাকে ধর্ষণ খুন করা হয় বলে সিবিআই তদন্তে উঠে আসে৷ উদ্ধার হওয়া কঙ্কালটি সেই নাবালিকার কিনা তা যাচাই করে দেখা হচ্ছে৷

সেই ঘটনায় হোমের ১১ জন কর্মীকে গ্রেফতার করা হয়৷ মূল অভিযুক্ত ব্রজেশ ঠাকুরকেও গ্রেফতার করে পুলিশ৷ পরে এই মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়৷ তাদের জেরা করেই এই ঘটনার সূত্র পান তদন্তকারীরা৷ মুজফফরপুর ঘটনার পর বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পদত্যাগ দাবি করেন আরজেডি নেতা তেজস্বী যাদব৷