পুজোয় একটানা ১৫ দিন ছুটি, সুখবর দিল মমতার সরকার


আর বাকী মাত্র কয়েকদিন। সারা রাজ্য জুড়ে এখন শুরু হয়ে গিয়েছে পুজোর আমেজ। তার মধ্যেই রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখের খবর শোনাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বলা হয়েছে, এবারে পুজোয় একটানা ১৫ দিন ছুটি পেতে পারবেন রাজ্য সরকারি কর্মীরা।

ঘটনা হল এই সোমবারের পরের সোমবার থেকে ষষ্ঠী শুরু। সেটা ১৫ অক্টোবর। সেদিন থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। ফলে পুজোয় একটানা ১১ দিন ছুটি এমনিতেই থাকছে।

তার আগে ১৩ ও ১৪ তারিখ চতুর্থ ও পঞ্চমীর দিন শনি ও রবিবার এমনিতেই ছুটি থাকছে। তারপরে ২৬ অক্টোবর অফিস খোলা থাকছে। ২৭ ও ২৮ অক্টোবর ফের সপ্তাহান্তের ছুটি।

সরকি সূত্রে খবর, কেউ যদি ১৩ তারিখ শনিবার অফিসে কাজ করেন তাহলে সেই ছুটিটা ২৬ অক্টোবর বদলে নিতে পারবেন। তাহলে একটানা ১৪ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ১৫ দিন ছুটি পাওয়া যাবে।