পুজোর আগেই তিন রাজ্যে ধেয়ে আসছে সাইক্লোন


তিরুঅনন্তপুরম: ধেয়ে আসছে সাইক্লোন ৷ কেরল সরকারের তরফ থেকে জারি হল লাল সতর্কতা ৷ আরব সাগরে তৈরি হয়েছে নিম্নচাপ ৷ যার জেরে তিন রাজ্যে ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে ৷ কেরল ছাড়াও তামিলনাড়ু, পন্ডিচেরিতে জারি হয়েছে সতর্কতা ৷

কেরলের বেশ কয়েকটি জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে ৷ আগামী ৫ থেকে ৭ অক্টোবর অবধি ভারী বৃষ্টির পূর্বাভাস ৷ যার জেরে এলাকাবাসীকে সতর্ক করা হয়েছে ৷ ইতিমধ্যেই স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে ৷

আগামী ৬ অক্টোবর অবধি ইডুক্কি-তে কমলা সতর্কতা জারি হয়েছে ৷ ইডুক্কি ছাড়াও ত্রিসুর, পালাক্কারেও জারি হয়েছে সতর্কতা ৷

ইন্ডিয়ান মেটোরলজিক্যাল ডিপার্টমেন্টের তরফে আগামী ৭ অক্টোবর থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে ৷ ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায় জোরাল বৃষ্টিপাত শুরু হয়েছে ৷

কেরল ছাড়াও তামিলনাড়ু এবং পন্ডিচেরিতে হাই অ্যালার্ট জারি হয়েছে ৷ আগামী ৬ থেকে ৮ অক্টোবর অবধি মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে ৷