‘কৌন বনেগা ক্রোড়পতি’ সিজন ১০ এর প্রথম কোটিপতি অসমের বিনিতা


মুম্বই: অবশেষে তৈরি হল ইতিহাস৷ 'কৌন বনেগা ক্রোড়পতি' ১০ সিজনের প্রথম কোটিপতি হিসেবে উঠে এল অসমের বিনিতা জৈনের নাম৷ তিনিই এই সিজনের প্রথম প্রতিযোগী যিনি এক কোটি টাকা পুরষ্কার পেলেন৷ বিনিতা একজন টিউশন টিচার৷ ১৩ নম্বর প্রশ্নের বিনিতার প্রতিটি লাইফলাইন শেষ হয়ে যায়৷ এরপর তাঁকে সম্পূর্ণ নিজের সাহায্যেই খেলতে হত৷ এবং ১৪ নম্বর প্রশ্নটিই ছিল এক কোটি টাকার৷ প্রশ্নটি ছিল, "ভারতে কোন মামলার শুনানি হয়েছিল ১৩ জন বিচারপতির বৃহৎ সাংবিধানিক বেঞ্চে?"

অপশনে ছিল, a) গোলকনাথ কেস, b) অশোক কুমার ঠাকুর কেস, c) শাহ বানো কেস, d) কেসবনন্দ ভারতি কেস৷ প্রশ্নে পরেই বিনিতার ঠোটের কোনায় হাঁসি দেখা দিল৷ যা দেখে স্পষ্ট বোঝা গেল তিনি এই প্রশ্নের সঠিক উত্তর জানতেন৷ যদিও এক কোটি টাকার প্রশ্ন ছিল বলে তিনি উত্তরটি লক করতে খানিক ভয় পাচ্ছিলেন৷ অনেক ভাবনা চিন্তা করে তিনি প্রশ্নের d) কেসবনন্দ ভারতি কেস, উত্তরটি দিয়ে এক কোটি টাকা পুরষ্কার পান৷ এই মুহূর্তে বিনিতার খুশির তো অন্ত ছিলই না, পাশাপাশি সঞ্চালক অমিতাভ বচ্চনও ভীষণ এক্সাইটেড ছিলেন৷

সিজনের প্রথম কোটিপতির নাম ঘোষণা করার সময় তিনিও বিজেতার মতো আনন্দিত ছিলেন৷ এরপর অমিতাভ, বিনিতাকে ৭ কোটি টাকার প্রশ্ন করেন৷ যদি তিনি এই প্রশ্নের উত্তর ভুল দেন তাহলে বিনিতাকে মাত্র ৩.২ লাখ টাকা নিয়ে শো'টি থেকে ফিরে যেতে হবে৷ প্রশ্নটি ছিল, "১৮৬৭ সালে কে প্রথম স্টক টিকার আবিষ্কার করেন?" অপশনে ছিল, a) এডওয়ার্ড ক্যালাহান, b) থমাস এডিসন, c) ডেভিড গেস্টটেনর, d) রবার্ট বার্কলে৷

এই প্রশ্নের সময় বিনিতা স্বীকার করে ফেলেন যে তাঁর কোনও আইডিয়াই নেই যে স্টক টিকার কাকে বলে৷ বিনিতা সিদ্ধান্ত নেনে প্রশ্নটির উত্তর তিনি দেবেন না৷ সিদ্ধান্ত নেওয়ার পর অমিতাভ তাও তাঁকে বলেন, অন্তত একটা উত্তর দিয়ে দিতে যাতে সঠিক উত্তরটি রিভিল হয়৷ গেম ক্যুইট করার পর আন্দাজে বিনিতা এই প্রশ্নের উত্তর দিয়ে বলেন এডওয়ার্ড ক্যালাহান৷ আশ্চর্যজনক ভাবে এডওয়ার্ড ক্যালাহান সঠিক উত্তর হিসেবে রিভিল হয়৷