শেয়ার বাজারে হাহাকার! পড়ল আম্বানির রিলায়েন্সের দাম, জেনে নিন বিস্তারিত


বৃহস্পতিবার বড় ধাক্কা শেয়ার বাজারে। এদিন শেয়ার বাজারে ১.৫০% পতন হয়। মুম্বই শেয়ার বাজার ৮৫০ পয়েন্ট নেমে যায়। অন্যদিকে নিফটি নেমে যায় ২৫০ পয়েন্ট।

এদিন নিফটিতে ৪১ টি শেয়ার মূল্যে ব্যাপক পতন লক্ষ্য করা গিয়েছে। শেয়ারগুলির মধ্যে রয়েছে আইকার মোটরস (-৬.৬৯%), রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ( -৫.৮৩%), টেক মাহিন্দ্রা ( -৩.৫৯%)। টিসিএম এবং গেইলের শেয়ারে ২-৫ শতাংশ পতন হয়েছে। অন্যদিকে, লার্সেন ট্যুবরো, হিন্দালকো, ভারতী ইনফ্রাটেল, টাটা স্টিলের দাম সামান্য হলেও বেড়েছে।

এদিনের টাকার দানমের পতনও শেয়ার বাজারে প্রভাব ফেলেছে। তবে শুধু টাকা নয়, অন্য দেশের মুদ্রা থেকে ডলার তুলনামূলক ভাবে শক্তিশালী হয়েছে, আমেরিকায় সুদের হার বাড়ানোয়।

এদিন আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যও ছেঁকা দিয়েছে। তেলের মূল্য ছিল ব্যারেল পিছু ৮৬ ডলার।

শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগকারীরা ভারতের বাজার থেকে টাকা বের করে নিয়ে যাচ্ছেন। সেই প্রভাবও পড়েছে শেয়ার বাজারে। অক্টোবরে এখনও পর্যন্ত বিনিয়োগকারীরা ৪৫৫.০২ কোটি টাকা বের করে নিয়েছেন। সেপ্টেম্বরে এই শেয়ার বিক্রির মূল্য ছিল ১৪৮৮.৯৬ কোটি টাকা। যদিও অগাস্টে যা ছিল অনেকটাই কম, ২৬২.৭২ কোটি টাকা।