১১ বছর ধরে ফোর্বস-এর বিচারে ভারতের সেরা ১০০ ধনকুবেরদের তালিকায় শীর্ষে মুকেশ আম্বানি

নয়াদিল্লি: এ বারও বাজিমাত! লাগাতার ১১ বছর ধরে শীর্ষে৷ কথা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যান মুকেশ আম্বানির৷ ফোর্বস-এর বিচারে ভারতের সেরা ১০০ ধনকুবেরদের তালিকায় এ বছরও শীর্ষে মুকেশ আম্বানি৷ তাঁর সম্পত্তির পরিমাণ বর্তমানে ৪ হাজার ৭৩০ কোটি মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৩.৪০ লক্ষ কোটি টাকা)৷
দ্বিতীয় স্থানে রয়েছেন তথ্যপ্রযুক্তি সংস্থা উইপ্রো-র চেয়ারম্যান আজিম প্রেমজি৷ সম্পত্তির পরিমাণ ২ হাজার ১০০ কোটি মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১.৫১ লক্ষ কোটি টাকা)৷ আর্সেলর মিত্তল-এর কর্ণধার লক্ষ্মী মিত্তল ১ হাজার ৮৩০ কোটি মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১.৩১ লক্ষ কোটি টাকা) সম্পত্তি নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন৷ পঞ্চম স্থানে সাপুরজি পাল্লনজি মিস্ত্রি রয়েছেন৷ ১ হাজার ৫০০ কোটি মার্কিন ডলার (১.২৯ লক্ষ কোটি টাকা)-র মালিক৷

ষষ্ঠ স্থানে রয়েছেন এইচসিএল-এর কর্ণধার শিব নাদর৷ সম্পত্তির পরিমাণ ১ হাজার ৪৬০ কোটি মার্কিন ডলার (১০.৫ লক্ষ কোটি টাকা)৷