টেস্ট ক্যাপ পেলেন পৃথ্বী, টসে জিতে ব্যাটিং ভারতের


রাজকোট: দীর্ঘ ইংল্যান্ড সফরের পর ঘরের মাঠে ক্রিকেট অভিযান শুরু ভারতের৷ রাজকোটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি৷

প্রত্যাশিতভাবেই টেস্ট ক্যাপ উঠল তরুণ ভারতীয় ওপেনার পৃথ্বী শ'র হাতে৷ তিনি ভারতের ২৯৩ নম্বর টেস্ট ক্রিকেটার৷ তাঁর হাতে ইন্ডিয়া ক্যাপ তুলে দেন ক্যাপ্টেন কোহলি৷ কাকতলীয়ভাবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ককে সিনিয়র টিমে স্বাগত জানালেন আর এক যুব বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন৷

ভারতীয় টিম ম্যানেজমেন্ট আগেই প্রথম টেস্টের জন্য ১২ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছিল৷ সুতরাং প্রথম একাদশে চমকের কোনও অবকাশ ছিল না৷ প্রথম টেস্টের রিজার্ভ বেঞ্চে বসতে হয় কেবল পেসার শার্দুল ঠাকুরকে৷ ভারত তিন স্পিনারে দল নামানোর সিদ্ধান্ত নেয়৷ অর্থাৎ অশ্বিন-জাদেজা জুটির সঙ্গে তৃতীয় স্পিনারের ভূমিকা নেবেন কুলদীপ যাদব৷

ওয়েস্ট ইন্ডিজ অধিনায়র জেসন হোল্ডার শেষ মুহূর্তে চোট পাওয়ায় তাঁর পরিবর্তে স্টপ গ্যাপ ক্যাপ্টেন হিসাবে ক্যারিবিয়ানদের নেতৃত্ব দিতে নামেন ক্রেগ ব্রাথওয়েট৷ ওয়েস্ট ইন্ডিজের হয়ে রাজকোটে একই সঙ্গে দুই ক্রিকেটারের টেস্ট অভিষেক হয়৷ সুনীল অ্যাম্ব্রিস ও শারমান লুইস টেস্ট ক্যাপ হাতে পান৷

ভারতীয় দল: লোকেশ রাহুল, পৃথ্বী শ, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, ঋষভ পন্ত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি ও উমেশ যাদব৷

ওয়েস্ট ইন্ডিজ দল: ক্রেগ ব্রাথওয়েট (অধিনায়ক), কায়রাণ পাওয়েল, শাই হোপ, শিমরন হেতমায়ের, রোস্টন চেস, সুনীল অ্যাম্ব্রিস, শেন ডওরিচ (উইকেটকিপার), কীমো পল, দেবেন্দ্র বিশু, শারমান লুইস ও শ্যানন গ্যাব্রিয়েল৷