দমদমে ৪ দিন বন্ধ মেট্রোর প্রবেশপথ


দমদম মেট্রো স্টেশনের ডাউন প্ল্যাটফর্মে (যেখান থেকে কবি সুভাষগামী মেট্রো ছাড়ে) এসক্যালেটরের কাঠামো বসানোর জন্য আগামিকাল, রবিবার সকাল থেকে বুধবার রাত পর্যন্ত চার দিন বন্ধ থাকবে দক্ষিণ দিকের সব ক'টি প্রবেশপথ। একই সঙ্গে বন্ধ থাকবে ৪টি বুকিং কাউন্টারও। এর বদলে দমদম স্টেশনের ওই প্ল্যাটফর্মে পৌঁছতে যাত্রীদের উত্তর দিকের একটি এবং স্টেশনের মাঝখানে থাকা দু'টি এসক্যালেটর, সিঁড়ি এবং লিফট ব্যবহার করতে হবে। তবে দমদম স্টেশনের ডাউন প্ল্যাটফর্মের দক্ষিণ প্রান্তে অথবা সামনের দিকে যেতে যাত্রীদের কোনও বাধা নেই।

কাজের দিনে কম-বেশি দেড় লক্ষ যাত্রী দমদম মেট্রো স্টেশন দিয়ে যাতায়াত করেন। নাগেরবাজারের দিক থেকে আসা যাত্রীদের বড় অংশই নিউ গড়িয়ার দিকে যাওয়ার জন্য এই স্টেশনের দক্ষিণ প্রান্তের প্রবেশপথ এবং বুকিং কাউন্টার ব্যবহার করেন। তাই মাত্র দু'টি প্রবেশপথের উপরে নির্ভর করে ভিড়ের সময়ে যাত্রীদের ডাউন প্ল্যাটফর্মের সব অংশে ছড়িয়ে দেওয়াই সব চেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে মেট্রো কর্তৃপক্ষের কাছে। সাঁতরাগাছি স্টেশনের পদপিষ্ট হওয়ার ঘটনার পরে এ নিয়ে অবশ্য বাড়তি সতর্ক রয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। ভিড় নিয়ন্ত্রণে বাড়তি রক্ষীও মোতায়েন করেছেন তাঁরা। পরিস্থিতি সামলাতে শুক্রবার থেকেই মেট্রোর তরফে আগাম ঘোষণা শুরু হয়েছে। এ দিন সন্ধ্যায় টাঙানো হয়েছে ফ্লেক্স। সংবাদমাধ্যমেও বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে বলেও মেট্রো সূত্রের খবর। ৪টি বুকিং কাউন্টারের ঘাটতি মেটাতে উত্তর দিকে ২টি এবং মাঝখানে একটি অতিরিক্ত বুকিং কাউন্টার খোলা হবে। 

গত ১০ মাস ডাউন প্ল্যাটফর্মের সামনের এসক্যালেটরটি বিকল। নতুন এসক্যালেটর বসাতে অক্টোবরের শেষে পুরনো এসক্যালেটরের কাঠামো খুলে ফেলা হয়েছিল। তখনও দক্ষিণ প্রান্তের প্রবেশপথ বন্ধ রাখতে হয়েছিল। তবে এ বার কাঠামো বসানোর পরে নতুন এসক্যালেটর কবে থেকে চালু করা যাবে, তা এখনও জানাতে পারেননি মেট্রো কর্তৃপক্ষ।