মন্দিরের বিষাক্ত প্রসাদে মৃত কমপক্ষে ১১!


মন্দিরের বিষাক্ত প্রসাদ খেয়ে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে দক্ষিণের রাজ্য কর্ণাটকে। এই ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কমপক্ষে ৮০ জন। চামারাজানাগর জেলার সুলাওয়াদি গ্রামে মন্দিরে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে সুলাওয়াদি গ্রামে কিচ্চুকাট্টি মারাম্মা মন্দিরের ঘটনা এটি। পুজোর অনুষ্ঠানে সেখানে হাজির হয়েছিলেন পূর্ণার্থীরা।

চামারাজানাগরের পুলিশ সুপার ধর্মেন্দ্র কুমার মীনা জানিয়েছেন, মন্দিরে দেওয়া খাবারের জেরে ১১ জনের মৃত্যু হয়েছে। খাবারের নমুনা পাঠানো হয়েছে মাইসুরুর ফরেনসিক ল্যাবে।

রাজ্য প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কমপক্ষে ৮০ জন ভর্তি রয়েছেন আশপাশের এলাকার বিভিন্ন হাসপাতালে।

পূণ্যার্থীরা জানিয়েছেন, তাঁদেরকে টমেটো রাইস এবং গন্ধযুক্ত জল দেওয়া হয়েছিল মন্দিরে। তবে খাবার থেকে নোংরা গন্ধ বেরোচ্ছিল বলে জানিয়েছএন তাঁরা। যাঁরা  লাইনের সামনের দিকে ছিলেন তাঁরাই সেই বিষাক্ত খাবার খেয়েছিলেন বলে স্থানী সূত্রে খবর। কিছুক্ষণের মধ্যেই পূণ্যার্থীদের বমি শুরু হয়ে যায়।
খবর পেয়েই ঘটনাস্থল এবং হাসপাতালে যান প্রশাসনিক অধিকারিকরা। হাসপাতালে যান মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী। মৃতের পরিবারকে ৫ লক্ষ টাকা করে সাহায্যের ঘোষণা।