‘অম্বানিকে দিয়ে ৩০ হাজার কোটির চুরি করিয়েছেন মোদী’


নয়াদিল্লি: আক্রমণাত্মক ইমেজ এমন দেখা যায়নি৷ বোঝাই গিয়েছে তিন রাজ্যে বিজেপিকে ক্ষমতাচ্যুত করার পর প্রবল আক্রমণাত্মক ভূমিকা নিতে চলেছেন কংগ্রেস সভাপতি৷ রাফায়েল চুক্তি নিয়ে এবার যেভাবে প্রধানমন্ত্রীর উপর চড়াও হলেন রাহুল তাতে রাজনৈতিক মহলে প্রবল শোরগোল পড়ল৷

জাতীয় কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধীর বিস্ফোরক দাবি- চৌকিদার চোর হ্যায়… প্রধানমন্ত্রী অনিল অম্বানিকে দিয়ে চুরি করিয়েছেন৷ যে দিন তদন্ত হবে সেদিন পরিষ্কার হয়ে যাবে নরেন্দ্র মোদী এবং তাঁর বন্ধু অনিল অম্বানি ৩০ হাজার কোটি টাকা চুরি করেছেন৷ সাম্প্রতিক কালে রাহুল গান্ধীর তরফে এমন কড়া ভাষায় মোদীকে আক্রমণ করতে দেখা যায়নি৷ বরং সংসদে প্রবল আক্রমণ চালিয়ে মোদীকে আলিঙ্গন করে শোরগোল ফেলে দিয়েছিলেন কংগ্রেস সভাপতি৷
 
শুক্রবারই সুপ্রিম কোর্ট জানিয়েছে, রাফায়েল যুদ্ধ বিমান চুক্তিতে কোনও সন্দেহজনক কিছু নেই৷ এনডিএ সরকার ফ্রান্স সরকারের যুদ্ধ বিমান কেনার যে চুক্তি করেছে তাতে গোপনীয়তা রক্ষা করার প্রয়োজন ছিল৷ কারণ, দেশের নিরাপত্তার স্বার্থ জড়িয়ে রয়েছে৷ রাফায়েলের দামের তুলনা করা আদালতের কাজ নয়৷ প্রত্যেকটি যুদ্ধ বিমানের দাম সামনে আনার প্রয়োজন নেই৷

এর পরেই বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ সাংবাদিক সম্মেলনে জানান, রাফায়েল নিয়ে সরকারের বিরুদ্ধে যত খুশি বলুন, কিন্তু সঙ্গে রাখুন সুপ্রিম কোর্টের বয়ান৷ এই প্রসঙ্গে তিনি রাহুল গান্ধীকে প্রবল আক্রমণ করেন৷ তিনি বলেন- দেশের সামনে রাহুলকে জবাব দিতে হবে কোন সূত্র থেকে উনি এই সব আজগুবি তথ্য হাজির করেছেন৷ এখানে সব চোরেরা একত্রিত হয়ে চৌকিদারকেই চোর বলছে৷ এই প্রসঙ্গে তিনি টেনে আনেন, বোফর্স কেলেঙ্কারির কথা৷

মাঝে ছিল মাত্র কয়েক ঘণ্টা৷ তারই মধ্যে রাজস্থান ও মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রীদের কুর্সিতে বসিয়ে ফের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন রাহুল গান্ধী৷ তিনি বলেন,

হ্যালকে দিয়ে ৩৬টি রাফায়েল যুদ্ধ বিমান তৈরির অফসেট চুক্তি কিভাবে অনিল অম্বানির কোম্পানি পেল? ৩০ হাজার কোটি টাকার এই কারচুপির জবাব দিতে হবে মোদীকে৷ উনি ভারতের রোজগার বৃদ্ধির কথা বলেন৷ এক্ষেত্রে ফ্রান্সে বিমান তৈরি হলে কিভাবে বাড়বে রোজগার? রাহুল আরও বলেন, প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন প্রথমে বলেছিলেন এই চুক্তি সম্পর্কে তাঁর কিছু জানা নেই৷ পরে তিনি বলেন, তথ্য গোপন রাখতে হবে৷ ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্টর কাছে অনিল আম্বানির নাম সুপারিশ করেছিলেন মোদী৷ সে কথা তৎকালীন প্রেসিডেন্ট সরাসরি জানিয়েছেন৷ কেন্দ্র সরকারকে এই বিষয়ে প্রশ্ন করা হলেও জবাব মেলে না৷

তিনি আরও বলেন, আমরা তো যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) চেয়েছিলাম৷ সুপ্রিম কোর্ট নিজেদের এখতিয়ার একটি জাজমেন্ট দিয়েছে৷ এক্ষেত্রে রাফায়েলের দাম সম্পর্কিত যাবতীয় তথ্য ক্যাগের মাধ্যমে পাবলিক অ্যাকউন্টস কমিটিতে আসতে হবে৷ সাংবাদিকদের রাহুল বলেন, আপনারা পিএসি চেয়ারম্যান মল্লিকার্জুন খাড়গে-কে জিজ্ঞাসা করুন উনি কোনও রিপোর্ট পেয়েছেন কিনা৷ এদিকে মল্লিকার্জুন জানিয়েছেন, ক্যাগের কাছ থেকে তিনি কোনও রিপোর্ট পাননি৷ পেলে তা সংসদে পেশ করা হত৷ এবং তা দেশবাসী জানতে পারত।