কর মকুবের ইস্যু মাথায় নিয়ে সোমবার শপথ নেবেন কমলনাথ


দু'‌দিনের স্নায়ুর লড়াইয়ের পর বৃহস্পতিবার গভীর রাতে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে কমলনাথের নাম ঘোষণা করে কংগ্রেস হাইকম্যান্ড। বৃহস্পতিবার নির্বাচিত কংগ্রেস প্রার্থীদের বৈঠকে কমলনাথকে দলনেতা নির্বাচিত করা হয়েছে বলে জানানো হয়েছে। এরপরই তাঁর মুখ্যমন্ত্রীর আসনে বসার রাস্তা পরিষ্কার হয়ে যায়। কমলনাথকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ পাঠান রাজ্যপাল। শুক্রবার রাজ্যপাল আনন্দিবেন প্যাটেলের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি পেশ করেন কমলনাথ।

সংবাদসংস্থা সূত্রের খবর, আগামী ১৭ ডিসেম্বর বেলা ১.৩০ মিনিটে ভোপালের লাল প্যারেড গ্রাউন্ডে শপথ নেবেন কমলনাথ। অনুষ্ঠানে হাজির থাকবেন বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী এবং সপা নেতা অখিলেশ যাদব। কমলনাথ নিজে ফোন করে মায়াবতী–অখিলেশকে আমন্ত্রণ জানিয়েছেন বলে খবর। রাজ্যপালের সঙ্গেও ৫০ মিনিট বৈঠক হয় কংগ্রেস নেতাদের। উল্লেখ্য, ২৩০ বিধানসভা আসনের মধ্যে ১১৪টি আসন পেয়েছে কংগ্রেস। তবে সপা'‌র ১টি আসন, বিএসপি'‌র দুটি আসন এবং চারটি নির্দলের আসন যুক্ত হওয়ায় ম্যাজিক ফিগার ১১৬ পেরিয়ে যায় কংগ্রেস। সেক্ষেত্রে সরকার গঠন করার ক্ষেত্রে আর কোনও বাধা রইল না।