১৯৯ টাকা ও ৩৯৯ টাকা প্রিপেড প্ল্যানে আরও বেশি সুবিধা দিচ্ছে ভোডাফোন


টেলিকম দুনিয়ায় প্রতিযোগিতা চরমে। গ্রাহকদের অতিরিক্ত ডাটা ও অন্যন্য সুবাধা দিতে উঠে পড়ে লেগেছে সব টেলিকম অপারেটার। এবার গ্রাহকদের মন জয় করতে কোম্পানির দুটি নতুন প্ল্যান ঝেলে সাজালো ভোডাফোন। কোম্পানির ১৯৯ টাকা ও ৩৯৯ টাকায় আগের থেকে আরও বেশি সুবিধা দিতে শুরু করল ভারতের এক নম্বর টেলিকম কোম্পানি।

১৯৯ টাকা প্ল্যানে এবার গ্রাহকরা দিনে 1.5GB করে ডাটা পাবেন। এর সাথেই থাকছে আনলিমিটেড লোকাল ও ন্যাশানাল কলের সুবিধা। ১৯৯ টাকা প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। আগে এই প্ল্যানে দিনে 1.4GB ডাটা ব্যবহার করতে পারতেন গ্রাহকরা।

১৯৯ টাকা প্ল্যানের সাথেই ৩৯৯ টাকা প্ল্যানেও গ্রাহকদের আগের থেকে বেশি সুবিধা দিচ্ছে ভোডাফোন। আগে ৩৯৯ টাকায় ৭০ দিন ভ্যালিডিটি দিত ভোডাফোন। এবার একই প্ল্যানে ৮৪ দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। এর সাথেই থাকছে আনলিমিটেড লোকাল ও ন্যাশানাল কল ও দিনে ১০০ টি SMS আর দিনে 1GB ডাটা ব্যবহারের সুযোগ। যদিও আগে এই প্ল্যানে দিনে 1.4GB ডাটা ব্যবহার করা যেত।

তবে কোম্পানির অন্যান্য সব প্ল্যানের মতোই এই দুই আনলিমিটেড প্ল্যানেও ভয়েস কলে সীমাবদ্ধতা থাকছে। দুটি প্ল্যানেই দিনে সর্বোচ্চ ২৫০ মিনিট আর সপ্তাহে সর্বোচ্চ ১০০০ মিনিট ভয়েস কল করা যাবে। আর সর্বোচ্চ ১০০ টি আলাদা নম্বরে বিনামূল্যে কল করা যাবে। এর সীমা শেষ হয়ে গেলে সেকেন্ডে ১.২ পয়সা অথবা মিনিটে ১ টাকা দরে টাকা খরচ করতে হবে গ্রাহককে। দৈনিক ডাটা লিমিট শেষ হলে প্রতি MB ডাটা ব্যবহারের খরচ হবে ৫০ পয়সা।
এছাড়াও সম্প্রতি ১৬৯ টাকা প্রিপেড প্ল্যান লঞ্চ করেছে ভোডাফোন। এই প্ল্যানে আনলিমিটেড লোকাল ও ন্যাশানাল কল, দিনে ১০০ টি SMS এর সাথে দিনে 1GB ডাটা ব্যবহার করা যাবে। ১৬৯ টাকা প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন।