পাকস্থলীতে ৪ কোটির কোকেন পুরে পাচারের চেষ্টা, গ্রেফতার মহিলা


নয়াদিল্লিঃ পাকস্থলীতে ৪ কোটি টাকার কোকেন পুরে পাচার করার চেষ্টায় ছিল এক জামাইকান মহিলা। তার আগেই পুলিশের হাতে গ্রেফতার হয় সে। দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওই মহিলাকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, প্রথমে ওই মহিলার ব্যাগপত্র তল্লাশি চালানো হয়। সেখানে কিছু না পেয়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক্সরে করেই পাকস্থলীতে ধরা পড়ে কোকেনের উপস্থিতি।

সূত্রের খবর, সান পাওলো থেকে ওই মহিলা ভারতে আসে। তার পাকস্থলীর মধ্যে কলম্বিয়ান কোকেন ভরতি মোট ৭৪টি ক্যাপসুল পাওয়া গিয়েছে। সেখানে মোট ৯০০ গ্রাম কোকেন রয়েছে। এই ধরনের কোকেনের দামই বাজারে সবচেয়ে বেশি বলে জানিয়েছেন নারকোটিকস কনট্রোল ব্যুরোর অফিসাররা। সূত্র মারফত জানা গিয়েছে, দিল্লি ও তার আশপাশের অঞ্চলে বড়দিন ও নববর্ষে যে সব পার্টি হবে, সেখানেই এই বিপুল পরিমাণ মাদক পৌঁছে দেওয়ার কথা ছিল ওই মহিলার।