রাজ্যে সিমেন্ট শিল্পে বিনিয়োগ ৩ হাজার কোটি, খুলছে কর্মসংস্থানের নতুন দুয়ার


একেরপর এক শিল্পক্ষেত্রে বড় বিনিয়োগ হচ্ছে রাজ্যে। শেল গ্যাস উৎপাদনে কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগের কথা ঘোষণা হয়েছে। এবার জানা গেল সিমেন্ট শিল্পে রাজ্যে ৩ হাজার কোটি টাকা বিনিয়োগ হতে চলেছে। আইসিসি সংস্থার সিমেন্টিং ইন্ডিয়া সম্মেলনে রাজ্যের শিল্পমন্ত্রী অমিত মিত্র বলেন, সিমেন্ট শিল্পে বিনিয়োগ ইতিমধ্যে ৫ হাজার কোটি টাকা ছাপিয়ে গিয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে তা ১০ হাজার কোটি টাকায় পৌঁছে যাবে।

অমিত মিত্র জানিয়েছেন, ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার সময়ে রাজ্যে মাত্র পাঁচটি সিমেন্ট কোম্পানি ছিল। সবমিলিয়ে বছরে ৪.৮ মিলিয়ন টন সিমেন্ট উৎপাদন হতো। আর এখন এরাজ্যে ১৬টি সিমেন্ট কোম্পানি কাজ করে। মোট ২২ মিলিয়ন টন সিমেন্ট তৈরি হয়।

সম্প্রতি রাজ্যের তিনটি বড় সিমেন্ট উৎপাদনকারী সংস্থা এগিয়ে এসে বিনিয়োগের কথা জানিয়েছে। ২০২১ সালের মধ্যে আরও বেশি উৎপাদন করে তা ৩১ মিলিয়ন টনে নিয়ে যাওয়ার পরিকল্পনা হয়েছে। এই তিনটি সংস্থা হল জেএসডব্লিউ সিমেন্ট, ডালমিয়া সিমেন্ট ও স্টার সিমেন্ট।

জেএসডব্লিউ সিমেন্ট শালবনিতে কারখানা বাড়াচ্ছে। স্টার সিমেন্ট জলপাইগুড়িতে কারখানা তৈরি করছে। তিনটি সংস্থা যথাক্রমে ১৫০০ কোটি, ১০০০ কোটি ও ৪০০ কোটি টাকা বিনিয়োগ করবে বলে জানা গিয়েছে।