কর প্রদান সহজ করতে পদক্ষেপ! এবার আয়কর দফতরের ই-প্যান , কত দিনে, জেনে নিন


ট্যাক্স রিটার্ন দাখিল সহজতর করতে বেশ কিছু পদক্ষেপ করেছে আয়কর বিভাগ। প্রযুক্তি এবং অটোমেশন ভিত্তিক পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করদাতারা খুব শীঘ্রই আমেদনের চারঘন্টার মধ্যে  প্যান কার্ড পেয়ে যাবেন। আগে থেকেই পূরণ করা ফর্ম ব্যবহার করে আয়কর রিটার্ন ফাইল করতে পারবেন করদাতারা।


ই-প্যান
আয়কর বিভাগ ই-প্যান ইস্যু করতে শুরু করবে। চার ঘন্টাতেই তা পাওয়া যাবে বলে জানানো হয়েছে। প্রকাশিত খবর অনুযায়ী সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন সিবিডিটির চেয়ারম্যান সুশীল চন্দ্র। এই কাজ করতে একবছর সময় লাগতে পারে।
   

ই-প্যান কার্ডে তথ্য
ই-প্যান কার্ডে আবেদনকারীর নাম ছাড়াও থাকবে তাঁর জন্ম তারিখ। তাঁর বাবা-মায়ের নামও থাকবে। নম্বর উল্লেখ ছাড়াও একটি কিউআর কোডও থাকবে। যা থেকে কার্ড সংক্রান্ত তথ্য মিলবে।


প্যানের নিয়মে পরিবর্তন
প্যান কার্ডের নিয়মাবলীতে কিছু পরিবর্তন করা হয়েছে। ২.৫ লক্ষ টাকার বেশি মূল্যের লেনদেনের ক্ষেতে প্যানকার্ড বাধ্যতামূলক করা হয়েছে।
   

আয়কর রিটার্নের সংখ্যা বৃদ্ধি
আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অ্যাসেসমেন্ট ইয়ার ২০১৮-১৯-এ তা এখনও পর্যন্ত ৬.০৮ কোটি বলে জানা গিয়েছে.