‌১৫ বছরের ছাত্রকে নিজের নগ্ন ছবি পাঠানোয় অভিযুক্ত মিস আমেরিকা


যে স্কুলের তিনি পার্টটাইম শিক্ষিকা ছিলেন সেখানের প্রাক্তন কিশোর ছাত্রকে অশালীন ছবি পাঠানোয় অভিযুক্ত মিস আমেরিকা র‌্যামসে বিয়ার্সি। ঘটনাটি ঘটেছে আমেরিকার কেন্টাকিতে। র‌্যামসের বিরুদ্ধে অভিযোগ অ্যান্ড্রু জ্যাকসন মিডল স্কুলের সেই সময় ১৫ বছরের ওই ছাত্রকে নিজের বেশ কিছু নগ্ন ছবি স্ন্যাপচ্যাটের মাধ্যমে পাঠিয়েছিলেন। ছবিগুলি ছাত্রের বাবা, মা দেখতে পেয়ে স্কুল কর্তৃপক্ষকে জানান। তারপরই র‌্যামসের বিরুদ্ধে কানাওয়াহা কাউন্টি ম্যাজিস্ট্রেট কোর্টে অভিযোগ দায়ের হয় এবং চার্জ গঠন হয়।

আদালতে নিজের অপরাধ স্বীকারওকরে নেন র‌্যামসে। এরপরই স্থানীয় সময় গত শুক্রবার বিচারক র‌্যামসেকে বলেন, দোষী প্রমাণিত হলে তাঁর ২০ বছরের কারাদন্ড এবং ১০০০০০ মার্কিন ডলার জরিমানা  দিতে হবে। কানাওয়াহা কাউন্টি শেরিফের অফিস থেকে জানানো হয়েছে অভিযুক্ত  ১০০০০ মার্কিন ডলার জরিমানা দিয়ে পুলিস হেপাজত থেকে মুক্তি পান র‌্যামসে। নিজের সাফাইয়ে এখনও কিছু বলেননি বর্তমানে চার্লেস্টনের একটি মিডল স্কুলের বিজ্ঞান শিক্ষিকা র‌্যামসে। সাংবাদিকদের এড়িয়ে গিয়েছেন তাঁর আইনজীবীও। যে স্কুলে র‌্যামসে শিক্ষকতা করেন, সেখান থেকেও তাঁকে সাসপেন্ড করা হয়েছে। কানওয়াহা কাউন্টি স্কুলের তরফে সেভাবে কিছু পরিষ্কার করে জানানো না হলেও স্থানীয় সময় শনিবার সকালওই স্কুলের ওয়েবসাইটে শিক্ষকশিক্ষিকাদের নামের তালিকায় র‌্যামসের নাম লেখা ছিল। ঘটনার তদন্ত শুরু হয়েছে। র‌্যামসের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে মুখে কুলুপ এঁটেছে মিস আমেরিকা বিউটি পেজেন্ট কর্তৃপক্ষও।