রাতের অন্ধকারে চলছে পুলিশি জুলুম


বারুইপুর: রাতের অন্ধকারে গাড়ি থামিয়ে চলছে পুলিশের টাকা আদায়৷ আর পুলিশের চাহিদা মত টাকা দিতে না পারলেই জুটছে বেধড়ক মার৷ এমনকি গাড়ি আটকে রেখে বিভিন্নভাবে হেনস্থা করা হয়৷ এরকমটাই অভিযোগ উঠল জয়নগর থানার পুলিশের বিরুদ্ধে৷

দীর্ঘ দিন ধরে পুলিশের করা এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াল স্থানীয় বাসিন্দা ও গাড়ির চালকরা৷ তাঁরা জয়নগর কুলপি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায়৷ উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ভাঙচুর করে৷ পরে জয়নগর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগণার জয়নগর থানার পদ্মেরহাট এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে জয়নগরের পদ্মেরহাট এলাকায় একটি পণ্যবাহী ট্রাক আটকে ২০০ টাকা চায় পুলিশ৷ কিন্তু চালক পুলিশকে জানায় ৫০ টাকা পর্যন্ত দিতে পারবে সে৷ ওই ট্রাক চালক পুলিশের চাহিদা মত টাকা দিতে না পারায় পুলিশ তাঁকে মারধর করে৷ এমনকী ট্রাকের কাঁচও ভেঙে দেয়৷ ঘটনায় ট্রাক চালক চিৎকার শুরু করে৷ তাঁর চিৎকার শুনে এলাকার মানুষ ঘটনাস্থলে আসে৷ তাঁরা এসে পুলিশের গাড়ি আটকে দেয়৷

এরপর স্থানীয় বাসিন্দারা রাস্তা আটকে পুলিশের টাকা তোলার প্রতিবাদে বিক্ষোভ দেখাতে থাকে৷ দিনের আলো ফুটতেই ক্রমশ উত্তেজনা বাড়তে থাকে। পুলিশ এলাকা থেকে বেড়িয়ে যেতে চাইলে পুলিশের সঙ্গে স্থানীয়দের ধস্তাধস্তি শুরু হয়। ভাঙচুর হয় পুলিশ গাড়ি। পু

লিশের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে পদ্মেরহাট এলাকায় কুলপি রোডের উপর কাঠের গুঁড়ি ফেলে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় মানুষ। প্রায় দু ঘণ্টা অবরোধ চলার পর জয়নগর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে বিক্ষোভ তুলে দেয়। তারপর যান চলাচল স্বাভাবিক হয়।