মানবিক পাইলটরা নিখরচায় বিমান পরিষেবা দিতে চান কেরালায়


বন্যার এমন ভয়াল রূপ সাম্প্রতিকালে দেখা যায়নি। প্রবল বর্ষণে কেরালার বন্যায় ক্রমশ মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। তার মধ্যে মানবিকতাকে সামনে রেখে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে কেরালা। 

কঠিন পরিস্থিতিতে মানুষের পাশে এসে দাঁড়াতে কুন্ঠাবোধ করেনি কেউই। চারিদিকে হিংসা, দুর্নীতির মাঝেই মনুষ্যত্বের আলোর দিশা দেখাচ্ছে কেরালার বন্যা পরিস্থিতি মোকাবিলায়। উল্লেখ্য, কেরালা বন্যা মোকাবিলায় 'অপারেশন মাদাদ' ও 'অপারেশন সহযোগে' অংশগ্রহণকারী এয়ার ইন্ডিয়ার পাইলটরা প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানিয়েছেন, এই অপারেশনে থাকাকালীন তাঁরা নিখরচায় পরিষেবা দেবেন। বন্যা কবলিত মানুষদের পাশে থাকতেই এই বড় সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। তাঁরা আরও জানিয়েছেন, ঈশ্বরের দেশকে ফের গড়তে ও বিধ্বস্থ মানুষগুলির পাশে দাঁড়াতে যেকোনও পদক্ষেপ নিতে তৈরি।

শুধু তাই নয়, অন্যান্য পাইলটদের বেতন থেকে ৭০ শতাংশ টাকা কেরালা বন্যা মোকাবিলার ফান্ডে জমা দেওয়ার আর্জি জানিয়েছেন ইন্ডিয়ান কমার্শিয়াল পাইলট অ্যাসোসিয়েশন।