মেয়ের বিয়ের টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলেন সাংবাদিক


কলকাতা: সমাজের থেকে ব্যক্তিগত জীবন বড় নয়। সময়ে-অসময়ে ভারতীয় রাজনীতিতে বামপন্থীরা বুঝিয়ে এসেছেন। হাজারো সেই দৃষ্টান্তের মাঝে উজ্জ্বল হয়ে থাকবেন পি এম মনোজের নাম।

বন্যাদুর্গত কেরলে দেড় শতাধিক মানুষ মৃত। হাজার হাজার মানুষ জলবন্দি। মৃত্যুর দোরগোড়ায় আরো কয়েক হাজার। এই অবস্থায় মনোজ, মেয়ের বিয়ের অনুষ্ঠানে টাকা দান করলেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে।

কমরেড মনোজ পেশায় সাংবাদিক। সিপিএমের মুখপত্র দেশভিমানির Resident Editor মনোজ তাঁর মেয়ের হবু শ্বশুরবাড়ির সঙ্গে আগেই এই বিষয়ে কথা বলে নিয়েছিলেন। রবিবার মনোজের কন্যা দেবী এবং আইনজীবী সুধাকারণের পুত্র , আইনজীবী মুকুলের আংটি বদল এবং আশীর্বাদের অনুষ্ঠান হবে না। অনুষ্ঠানের জন্য বরাদ্দ অর্থ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করা হয়েছে। ফেসবুকে জানিয়েছেন মনোজ।

সারা দেশ থেকেই সাহায্য পৌঁছেছে কেরলে। পাশে দাঁড়িয়েছে সৌদি আরব। গত ১০০ বছরে কেরলে এতো ভয়াবহ বন্যা হয়নি। তবে মনোজের মতো কিছু মানুষ ব্যাক্তিগত স্বার্থকে ত্যাগ করে রুখে দাঁড়িয়েছেন প্রকৃতির বিরুধ্যে। লড়াই চলছে।