কেরলে আটকে পড়া এ রাজ্যের বাসিন্দাদের ফিরিয়ে আনতে আজ চলবে হাওড়াগামী দুটি বিশেষ ট্রেন


তিরুঅনন্তপুরম: কেরলের ভয়াবহ বন্যায় আটকে পড়েছেন লক্ষাধিক মানুষ । আটকে বহু ভিন রাজ্যের মানুষও । তাঁদের সাহায্যার্থেই চালানো হচ্ছে বেশ কয়েকটি স্পেশাল ট্রেন ।

কেরলে আটকে পশ্চিমবঙ্গের বহু বাসিন্দাও। তাঁদের ফেরানোর জন্যই চালানো হচ্ছে এর্নাকুলাম-সাঁতরাগাছি দুটি বিশেষ ট্রেন । রাজ্য সরকারের আবেদনে সাড়া দিয়ে দুটি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। প্রথম সাঁতরাগাছিগামী ট্রেনটি সন্ধা ৬টায় ছাড়বে এর্নাকুলাম থেকে । দ্বিতীয় ট্রেনটি রাত ৯টা নাগাদ যাত্রা করবে এর্নাকুলামথেকে । কেরলে কাজ করতে গিয়ে আটকে আছেন পশ্চিমবঙ্গের বহু মানুষ, তাঁদের ফেরানোর জন্যই উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার ।

দক্ষিণ-পূর্ব রেলওয়ে আরও একটি স্পেশাল চালাবে এর্নাকুলামের উদ্দেশ্যে । বুধবার বিকেল ৫টা ১৫ মিনিট নাগাদ সাঁতরাগাছি থেকে এর্নাকুলামেরদিকে যাত্রা করবে এই ট্রেনটি ।