নীতিবিরুদ্ধ কাজের শাস্তি দিতে ৩০ জন কর্মচারীকে ছাটাই Hero MotoCorp-এর


মুম্বই:  নীতিবিরুদ্ধ কাজের শাস্তি দিতে ৩০ জন কর্মচারীকে ছাটাই করা হল৷ এমনটাই করেছে দেশের নামী টু-হুইলার কোম্পানী Hero MotoCorp৷ নিয়ম ভাঙলে যে শাস্তি পেতে হয় সেটিই আরও একবার বুঝিয়ে দিল কর্তৃপক্ষ৷ ভবিষ্যৎ যাতে এধরণের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে কড়া বার্তাও দিয়েছে এই টু-হুইলার সংস্থা৷

সূত্রের খবর, সংস্থার কর্মচারীরা বাইরের একাধিক বিক্রেতাগোষ্ঠী সহ ডিলারদের থেকে সুবিধা ভোগ করছিলেন৷ তালিকায় ছিল ব্যাক্তিগত উপহার, সুবিধা, বিলাসবহুল ভ্রমনের বিল ইত্যাদি৷ তাঁদের এই আচরণই নাকি সংস্থার ভাবমূর্তিতে আঘাত হেনেছে৷ আর সেই কারণেই এই পদক্ষেপ সংস্থার বলে জানা গিয়েছে।

যদিও কর্মচারীদের বিরুদ্ধে আনা অভিযোগটিকে আরও একবার পুনরায় খতিয়ে দেখা হচ্ছে৷ সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে Hero MotoCorp-এর এক অফিসার জানিয়েছেন, সমস্ত ধরণের আইনী ব্যবস্থার মধ্যে দিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে৷ কেসটির সঠিক বিচারের জন্য একজন নিরপেক্ষ তৃতীয় বিচারক রাখা হবে৷

যদিও Hero MotoCorp র ম্যানেজমেন্ট নিজের সিদ্ধান্তে অটল৷ অভিযুক্ত কর্মচারীদের আর কোনভাবেই সংস্থায় পুনরায় ফিরিয়ে নেওয়া হবে না৷ সাফ জানিয়ে দিয়েছেন কর্তৃপক্ষ৷ অভিযুক্তদের নাম ও পরিচিতি কোনভাবেই সংবাদ মাধ্যমে প্রকাশ করা হবে না৷ এই ধরণের সস্তা প্রচার আমরা চাইছি না৷