ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণে ১০ জনের মৃত্যু


কাবুল: আফগানিস্তানে ফের ভয়াবহ আত্মঘাতী হামলায়। কাবুলে এক ভয়াবহ বিস্ফোরণে ১০ জনের মৃত্যু হয়েছে। আরও অন্তত ১৯ জন আহত হয়েছে বলে জানা গিয়েছে। বুধবার রাতে আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে এই খবর জানানো হয়েছে।

ব্রিটিশ সিকিউরিটি কনট্রাকটর গ্রুপ G4S যে অঞ্চলে থাকে, তার কাছেই এই বিস্ফোরণ ঘটেছে। কাবুল থেকে পূর্ব আফগানিস্তানের দিকে যে রাস্তা চলে গিয়েছে, সেই মেন রোডের ধারেই বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। পুলিশ ও প্রশাসন জানিয়েছে, প্রথমে আত্মঘাতী জঙ্গি বোমা বিস্ফপরণ ঘটনায়। এরপর বাকিরা গুলির লড়াই শুরু করে দেয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় নিরাপত্তাবাহিনী।

এখনও পর্যন্ত কোনও সংগঠন এই আত্মঘাতী হামলার দায় স্বীকার করেনি। এই বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগেই রাষ্ট্রসংঘ আয়োজিত এক সম্মেলনে আফগান প্রেসিডেন্ট আশরফ ঘানি বলেন, তিনি তালিবানদের শান্তি চুক্তি করতে চান।

এদিকে, আফগানিস্তানের হেলমন্দ প্রদেশে তালিবানিদের খতম করতে বিশেষ অভিযান চালাচ্ছে সরকারি বাহিনী। সেই অভিযানে ১৬ জন তালিবানের মৃত্যু হয় ও নিহত হন ৩০ জন সাধারণ নাগরিক।