বেতন বাড়াতে খোদ মুখ্যমন্ত্রীর দ্বারস্থ তৃণমূল


কলকাতাঃ  বেতন বৃদ্ধির দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ খোদ তৃণমূলই! এসএসকে-এমএসকে শিক্ষকদের বেতন বৃদ্ধি দাবি তাঁদের। আর সেজন্যেই গত কয়েকদিন খোদ মুখ্যমন্ত্রীর দফতরে স্মারকলিপি দেন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস শিক্ষা সেল। ।

আহ্বায়ক জয়দেব গিরি আবেদন জানিয়েছেন, এই শিক্ষকদের ন্যূনতম ভাতা বাড়িয়ে ১২ হাজার টাকা করা হোক। এসএসকে শিক্ষকরা বর্তমানে ৫,৯৫৪ টাকা ভাতা পান। সুপারভাইজাররা পান ৭,৪৪২ টাকা। এমএসকে গ্র্যাজুয়েট শিক্ষকরা পান ৮,৯৩০ টাকা, পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষকরা পান ৯,৬৭৫ টাকা এবং প্রধান শিক্ষকরা পান ১০,৪১৯ টাকা।

সুপারভাইজারদের ভাতা বাড়িয়ে ১৪,০০০ টাকা, গ্র্যাজুয়েট শিক্ষকদের ১৫,০০০ টাকা, পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষকদের ১৬,০০০ টাকা এবং প্রধান শিক্ষকদের ১৮,০০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এমনটাই বাংলা এক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

বর্তমান পরিস্থিতিতে শিক্ষকদের বেতন খাতে বছরে ৪২৮ কোটি টাকার কিছু বেশি ব্যয় হয়। বর্ধিত হারে বেতন দিলে আর্থিক ব্যয়ভার বেড়ে দাঁড়াবে ৬৩৩ কোটি টাকা। শিক্ষক ও কর্মী মিলিয়ে এ ধরনের কর্মীর সংখ্যা প্রায় ৬৪ হাজার বলে শিক্ষা সেলের দাবি।