অবশেষে গ্রেফতার ধর্ষণে অভিযুক্ত সেই ধর্মযাজক


কোচি: তিনদিন ধরে জেরার পর অবশেষে গ্রেফতার ধর্মযাজক ফ্রাঙ্কো মুলাক্কল৷ কেরলের এই বিশপের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে৷ এই অভিযোগ ঘিরে বিতর্ক তৈরি হয়েছে দেশজুড়ে৷

তদন্তে নেমে পুলিশ ত্রিপুনিথুরার বিশেষ একটি জিজ্ঞাসাকেন্দ্রে তাঁকে তিনদিন ধরে দফায় দফায় মোট ২২ ঘণ্টা ধরে জেরা করে৷ তার পর তাকে গ্রেফতার করা হয়৷

কোট্টায়মের এসপি হরিশঙ্কর বলেন, ''বিশপকে গ্রেফতার করা হয়েছে৷ তদন্তে বিশপের বিরুদ্ধে অপরাধের প্রমাণ মিলেছে৷ জেরা পর্ব শেষ৷ এবার তদন্তের বাকি প্রক্রিয়া চলবে৷''

প্রসঙ্গত, ফ্রাঙ্কো হলেন প্রথম ভারতীয় ধর্মযাজক, যিনি যৌন হেনস্থার দায়ে গ্রেফতার হলেন৷ এফআইআর রেজিস্টার করার ৮৫ দিন পর অভিযুক্তকে গ্রেফতার করা হল৷ নিগৃহীতা জানিয়েছেন, তাঁকে বহুবার যৌন হেনস্থা করেছেন ওই ধর্মযাজক৷

অন্যদিকে, অভিযুক্ত নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেছেন বহুবার৷ জিজ্ঞাসাবাদের সময় পুলিশি জেরায় উঠে আসে একাধিক জায়গার নাম৷ সঠিক তথ্যের জন্য পুলিশ সেখানে বিশেষ বাহিনী পাঠিয়ে তদন্ত চালায়৷

বিশপকে জেরার দায়িত্বে ছিলেন ভাইকোমের ডিএসপি কে. সুভাষ এবং কোট্টায়ম এসপি হরিশঙ্কর৷ অগস্টের ১৩ তারিখে ডিএসপি টানা নয় ঘণ্টা জেরা করেন ওই ধর্মযাজককে৷

এর পর আবার বুধবার ও বৃহস্পতিবার বিশপকে সাত ও আট ঘন্টা ধরে জেরা করা হয়৷ এরপর, শুক্রবার আবারও সাত ঘণ্টার টানা জেরার পর তাঁকে গ্রেফতার করে পুলিশ৷

অভিযোগ, ২০১৪-২০১৬ সালের মধ্যে সন্নাসিনীকে বহুবার ধর্ষণ করেন ওই যাজক৷ তারপরই একটি অভিযোগ দায়ের করা বিশপের বিরুদ্ধে৷ মামলাটির তদন্ত চলছিল বেশ ধীরগতিতেই৷ কিন্তু, গত ৮ সেপ্টেম্বর কোচিতে ঘটনার প্রতিবাদ জানান আরও পাঁচ সন্ন্যাসিনী৷ এরপরই, দ্রুতগতিতে এগোয় মামলাটি৷