যৌন হেনস্থায় এবার অনলাইনেই অভিযোগ


যৌন হেনস্থার শিকার হলে, থানায় না-গিয়ে এবার ঘরে বসে অনলাইনেই অভিযোগ দায়ের করা যাবে। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি পোর্টাল লঞ্চ করল কেন্দ্র। দেশের যে-কোনও প্রান্তের নাগরিক, এখানে অভিযোগ জানাতে পারবেন। 

চাইল্ড পর্নোগ্রাফি থেকে যৌন হেনস্থা, ধর্ষণ থেকে গণধর্ষণ কিংবা ব্ল্যাকমেইল করতে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ছড়িয়ে দেওয়া আপত্তিজনক ছবি-- যে কোনও ক্ষেত্রেই অভিযোগ করলে, তা এফআইআর হিসেবে নথিভুক্ত হবে। তার ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট থানা।

মাউসে ক্লিক করে বৃহস্পতিবার www.cybercrime.gov.in  নামে এই ওয়েবসাইটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। রাজনাথ বলেন, যৌন হেনাস্থাকারীর বিরুদ্ধে যে কেউই এখানে অভিযোগ জানাতে পারবেন। সচেতন নাগরিক থেকে সংস্থা, ঘটনার শিকার-- যে কেউ-ই। অভিযোগকারীর পরিচয় গোপন থাকবে। ফলে, নিজের নিরাপত্তার কথা ভেবে আশঙ্কিত হওয়ার কারণ নেই।