দেশীয় ব্যালিস্টিক মিসাইল ‘প্রহার’-এর পরীক্ষা সফল ওডিশায়

ওডিশা: দেশে তৈরি কম রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করা হল ওডিশা উপকূলে৷ বৃহস্পতিবার ভারি বৃষ্টিপাত উপেক্ষা করে প্রহার নামের এই উন্নতমানের মিসাইলটি, ওডিশার বালাসোরের কাছে চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জের ৩ নং লঞ্চ প্যাড থেকে দুপুর ১.৩৫ মিনিট নাগাদ লঞ্চ করা হয়৷

এই প্রহার মিসাইলটি তৈরি করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অরগানাইজেশন (DRDO). মোভাইল লঞ্চার থেকে এটি লঞ্চ করা হয়৷ যে কোনও পরিস্থিতিতে, সব ধরণের আবহাওয়ায় এটি তার লক্ষ্যে পৌঁছতে সক্ষম৷ এর সঙ্গে যুক্ত রয়েছে বিভিন্ন ধরণের ট্র্যাকিং ব়্যাডার থেকে শুরু করে ইলেক্ট্রো-অপটিক যন্ত্রও যা মনিটরিং-এ সাহায্য করবে৷

এই মিশন সফল হওয়ায় ডিআরডিও, সেনা, উদ্যোক্তা এবং টিমের অন্যান্যদের অভিনন্দন জানান প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন৷ তিনি জানান, দেশে তৈরি প্রহারের এই সাফল্য আর অনুপ্রেরণা জোগাবে৷ এই পরীক্ষার সময় উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত৷

আধিকারিক সূত্রে খবর, এই পরীক্ষার আগে লঞ্চ প্যাড থ্রি-এর তিন কিলোমিটারের মধ্যে বসবাসকারী ৪,৪৯৪ বাসিন্দাকে সাময়িকবাবে সেখানে থেকে সরিয়ে দেওয়া হয়৷ পরীক্ষার পর আইটিআর আধিকারিকের অনুমতি পাওয়ার পর তারা আবার বাড়িতে ফিরে আসে৷