আগামী পাঁচ বছর ভারতীয় দলের সব ম্যাচ সরাসরি দেখাবে জিও


প্রায় প্রতি দিনই কিছু না কিছু নতুন ধামাকা নিয়ে হাজির হচ্ছে জিও৷ সম্প্রতি কোম্পানির দুই বছর পূর্তি উপলক্ষ্যে একাধিক অতিরিখত ডাটা ও ক্যাশব্যাক অফার নিয়ে এসেছিল মুকেশ আম্বানির কোম্পানি। এবার ভারতের ক্রিকেট প্রামীদের মুখে হাসি ফোটাতে নতুন ফিচার নিয়ে এলো মুম্বাইয়ের কোম্পানিটি। এতোদিন শুধুমাত্র ট্রলিভিশান ও হটস্টার অ্যাপ থেকে ভারতের ক্রিকেট ম্যাচ সরাসরি দেখা যেত। টেলিভিশনের পাশাপাশি জিও টিভিতেও যাতে সবাই ম্যাচ লাইভ দেখতে পারেন, সেই ব্যবস্থাই এবার করে ফেলল মুকেশ আম্বানির সংস্থা ৷

স্টারের সাথে হাত মিলিয়ে আগামী পাঁচ বছর ভারতীয় ক্রিকেট দলের সব ম্যাচ লাইভ দেখাবে জিও৷ এর ফলে আগামী পাঁচ বছর স্টার নেটওয়ার্কের দেখানো সব ম্যাচই জিও টিভিতেও লাইভ দেখতে পারবেন জিও-র গ্রাহকরা ৷ এই পরিষেবার জন্য কোন আলারা মূল্য দিতে হবে না জিও গ্রাহককে। শুধু থাকতে হবে একটি অ্যাক্টিভ জিও নম্বর আর প্রাইম মেম্বারশিপ।

এই চুক্তির ফলে আগামী পাঁচ বছর ভারতের সমস্ত টি২০, ওয়ান ডে, টেস্ট এবং আইপিএলের মতো বিসিসিআইয়ের প্রিমিয়ার ঘরোয়া প্রতিযোগিতাগুলি যেগুলি স্টার টিভিতে দেখানো হয় সব ম্যাচ জিও টিভি থেকে দেখা যাবে৷ জিও গ্রাহকরা জিও টিভিতে প্রায় সব চ্যানেলই দেখতে পারেন ৷ এর আগেও বিভিন্ন সময় জিও টিভিতে ক্রিকেট ম্যাচ লাইভ দেখা গিয়েছে ৷ এবার এশিয়া কাপ চলাকালীনই স্টারের সঙ্গে এক বা দু'বছরের জন্য নয় ৷
একটি প্রেস বিবৃতিতে জিও-র ডিরেক্টর আকাশ আম্বানি শুক্রবার জানিয়েছেন, '' প্রায় সব এক্সক্লুসিভ কন্টেন্টই জিও টিভি অ্যাপের মাধ্যমে দেখানো হচ্ছে ৷ ক্রিকেট এদেশে স্রেফ একটা খেলাই নয়৷ ক্রিকেট ধর্মও বটে৷ সব ভারতীয়দের কাছেই খেলাধূলার সেরা ইভেন্টগুলি সেরা ব্যান্ডউইডথের সঙ্গে তুলে ধরাটা খুব প্রয়োজন৷ এই চুক্তির ফলে এই পরিকল্পনা এবার সম্ভব হবে৷ খেলাধূলা জগতের সেরাটা গ্রাহকদের কাছে তুলে ধরাটাই জিও-র উদ্দেশ্য৷''