‌প্রাথমিক স্কুলে হামলা দুষ্কৃতীর, জখম ২০ ছাত্রছাত্রী


প্রাথমিক স্কুলে হামলা চালিয়ে ২০ জন ছাত্রছাত্রীকে জখম করল এক দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১.‌১৫ মিনিট নাগাদ বেজিং–এর শিচেং ডিস্ট্রিক্টের শুয়ানউ অঞ্চলের একটি প্রাথমিক স্কুলে। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয় পুলিসের ছয়টি গাড়ি। হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিস।

প্রাথমিক তদন্তে পুলিস জানিয়েছে, এদিন সকালে স্কুলে অভিভাবকদের সঙ্গে শিক্ষকশিক্ষিকাদের বৈঠক ছিল। স্কুলে ভর্তি ছিল ছাত্রছাত্রীরা। বৈঠক চলাকালীন দোতলায় ওঠার সিঁড়িতে দ্বিতীয় শ্রেণির ছাত্রছাত্রীদের উপর হামলা করে স্কুলেরই এক কর্মী।

কী দিয়ে হামলা হয়েছে পুলিস তা না জানালেও প্রাথমিক অনুমান, হাতুড়ি বা ছুরি দিয়ে ছাত্রছাত্রীদের উপর চড়াও হয়েছিল দুষ্কৃতী। কেন ওই কর্মী ছোট শিশুদের উপর হামলা করে সেসম্পর্কে বিস্তারিত না জানালেও শিচেং ডিস্ট্রিক্ট প্রশাসন সোশ্যাল মিডিয়ার পোস্টে স্বীকার করেছে, যে ২০ জন ছাত্রছাত্রীর উপর হামলা হয়েছিল তারা সবাই হাসপাতালে ভর্তি। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হলেও স্থিতিশীল। আহত শিশুদের সবার চিকিৎসাই ভালোভাবে সম্পন্ন হয়েছে। সবাই নিরাপদে আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।