ধর্মঘটের দ্বিতীয় দিন, সকাল থেকে সচল শহর


কলকাতা: ধর্মঘটের দ্বিতীয় দিন সচল শহর৷ ট্রেন পরিষেবা স্বাভাবিক হাওড়া, শিয়ালদহে৷ হাওড়া স্টেশনের বাইরে প্রিপেড ট্যাক্সি লাইনে লম্বা লাইন হলেও, পর্যাপ্ত রয়েছে ট্যাক্সি৷
 
শ্যামবাজার, ধর্মতলা, গড়িয়ায় সকাল থেকেই পরিষেবা স্বাভাবিক রয়েছে৷ শহর জুড়ে নেমেছে পুলিশ৷ কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতির শুরু থেকেই যাতে মোকাবিলা করা যায়, তার জন্য প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে শহরের গুরুত্বপূর্ণ কেন্দ্র গুলিতে৷

রাস্তায় রয়েছে সরকারি, বেসরকারি বাস৷ বাইরে বেড়িয়ে ট্যাক্সি না পাওয়ার অভিযোগ করেননি কেউই৷ তাই দুর্ভোগের আশঙ্কা আপাতত নেই বলে জানা গিয়েছে৷

তবে গতকাল অর্থাৎ ধর্মঘটের প্রথম দিন বেশ কিছুটা সমস্যায় পড়েছিলেন নিত্যযাত্রীরা৷ বাড়ি থেকে বেড়িয়ে ট্রেন অবরোধের মুখে পড়ে নাকাল হতে হয়েছিল যাত্রীদের৷ ফলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছবিটা কেমন থাকবে, সেই দিকেই তাকিয়ে রাজ্য৷