স্থানীয়দের সাহায্যে কাশ্মীরে সক্রিয় ৩০০রও বেশি জঙ্গি: স্বরাষ্ট্রমন্ত্রক


নয়াদিল্লি: চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ এক বিবৃতিতে মন্ত্রকের দাবি জম্মু কাশ্মীরে প্রায় ৩০০ জন জঙ্গি সক্রিয় রয়েছে৷ এদের প্রত্যেককে মদত দিচ্ছে স্থানীয়রা৷ স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী হংসরাজ আহির এদিন লোকসভায় এই বক্তব্য তুলে ধরেন৷

তিনি বলেন কেন্দ্র সন্ত্রাসবাদ কোনও ভাবেই সহ্য করবে না৷ জঙ্গি হামলা ঠেকাতে সেনাকে তৎপর ও সব ধরণের মোকাবিলা করতে নির্দেশ দেওয়া হয়েছে৷ স্বরাষ্ট্রমন্ত্রকের তথ্য বলছে ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত জম্মু কাশ্মীরে জঙ্গি হামলা হয়েছে ১২১৩ বার৷ ১৮৩ জন নাগরিক প্রাণ হারিয়েছেন৷ ৭৩৮ জন জঙ্গিকে খতম করা গিয়েছে৷

মঙ্গলবার লোকসভায় হংসরাজ আহির বলেন, কেন্দ্রের পক্ষ থেকে জঙ্গি দমনে বেশ কিছু কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে৷ ক্রমাগত নিরাপত্তার ও সুরক্ষার দিকটি পর্যালোচনা করেছে কেন্দ্র৷ জোর দেওয়া হয়েছে সীমান্তবর্তী এলাকায় নজরদারিতে৷ সতর্ক থাকতে বলা হয়েছে সেনাকে৷

স্বরাষ্ট্রমন্ত্রকের দাবি প্রধানমন্ত্রী উন্নয়ন যোজনায় ৮০০৬৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ জম্মু কাশ্মীরের যুবকদের জীবনের মূলস্রোতে থাকতে সাহায্য করার জন্য আয়োজন করা হয়েছে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে৷ সাংস্কৃতিক নানা অনুষ্ঠানের আয়োজন করেছে কেন্দ্র৷

রিপোর্ট বলছে, গত তিন বছরে সীমান্তে সর্বাধিক সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করা হয়েছে৷ ২০১৮ সালে সেই সংখ্যাটা ছিল সর্বোচ্চ৷ নিয়ন্ত্রণরেখায় ১৪৫৪টি সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন হয়েছে৷ আন্তর্জাতিক সীমান বরাবর সংঘর্ষ হয়েছে ৫০৮টি৷ ২০১৭ সালে নিয়ন্ত্রণরেখায় ৮৬০টি সংঘর্ষের ঘটনা ঘটে৷ আন্তর্জাতিক সীমান্ত উত্তপ্ত হয় ১১১ বার৷ ২০১৬ সালে নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষে সংখ্যা ছিল ২২৮৷ আন্তর্জাতিক সীমানায় সংঘর্ষ হয়েছিল ২২১ বার৷

স্বরাষ্ট্রমন্ত্রকের বিবৃতি অনুযায়ী, অনুপ্রবেশের হারও বৃদ্ধি পেয়েছে জম্মু কাশ্মীর সীমান্ত বরাবর এলাকায়৷ ২০১৭ সালে প্রায় ৪১৯ বার ও ২০১৮ সালে ৩০২ বার অনুপ্রবেশের ঘটনা ঘটেছে উপত্যকায়৷