কলকাতায় জন্মানো গীতা প্রধান হিসাবে দায়িত্ব নিলেন আইএমএফ-এর, তৈরি হল নয়া ইতিহাস


অক্টোবরে দায়িত্ব পেয়েছিলেন। তবে নতুন বছরের শুরুতে এদিন থেকে আইএমএফ-এর প্রধান হিসাবে কাজ শুরু করলেন গীতা গোপীনাথ। এই প্রথম কোনও মহিলা এই সংস্থার প্রধানের পদে বসলেন। তাও আবার ভারতীয় এবং একেবারে খাস কলকাতার মেয়ে।

গীতার জন্ম কলকাতায়। তবে বেড়ে ওঠা ও স্কুল শিক্ষা মাইসোরে। তাই এই শহরের সঙ্গে রয়েছে আত্মার টান। তিনি ২০০১ সালে প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন। দিল্লির লেডি শ্রীরাম কলেজ থেকে বিএ ও দিল্লি স্কুল অব ইকোনমিক্স থেকে গীতা অর্থনীতিতে স্নাতকোত্তর করেছেন।

১৯৭১ সালের ৮ ডিসেম্বর কলকাতায় গীতার জন্ম। তাঁর বাবা টিভি গোপীনাথ ও মা বিজয়লক্ষ্মী কেরলের মানুষ। তবে গীতার কলকাতায় জন্ম হয়েছে। তাঁর বাবা মা এখন মাইসোরের বাসিন্দা।


হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির প্রফেসর গীতা মওরিস অবস্টফেল্ডের স্থলাভিষিক্ত হয়েছেন। দায়িত্ব পাওয়ার পরই আইএমএফ এর এমডি ক্রিস্টিন ল্যাগার্ডে গীতার ভূয়সী প্রশংসা করেছিলেন।