‌লোকসভায় পাশ হল জাতীয় নাগরিকপঞ্জী বিল


বিরোধী দলগুলির প্রবল বিক্ষোভ সত্ত্বেও লোকসভায় পাশ হয়ে গেল জাতীয় নাগরিকপঞ্জী বিল। আগামীকাল অর্থাৎ বুধবার রাজ্যসভায় পেশ করা হবে বিলটিকে। পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে আসা অমুসলিম শরনার্থীদের নাগরিকত্ব দেওয়ার জন্যই এই বিলটি পাশ করাতে চাইছে কেন্দ্র। তবে কংগ্রেস–সহ বাম দলগুলি এবং অন্যান্য বিরোধী দলগুলি প্রথম থেকেই এই বিলের তীব্র বিরোধিতা করতে থাকে। তাঁদের দাবি, বিলটি ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের বিরুদ্ধে। পরে কংগ্রেসের সাংসদরা  এই বিলের বিরুদ্ধে লোকসভা কক্ষ থেকে ওয়াক আউট করেন। এদিন কেন্দ্রের তরফ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বিলটি লোকসভায় পেশ করেন। এই নাগরিকপঞ্জী বিল অনুযায়ী, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে পর্যন্ত বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তান থেকে যে সমস্ত অমুসলিমরা এদেশে এসেছেন, তাঁদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। শুধু হিন্দু নয়, এই বিলের মাধ্যমে খ্রিষ্টান, জৈন, বৌদ্ধ সম্প্রদায়ের মানুষও এই সুবিধা পাবেন। তবে বিরোধী দল এবং নাগরিক সমাজ ইতিমধ্যে এই বিলের বিরোধিতা করে জানিয়েছে, এই বিল পাশ হয়ে আইনে পরিণত হলে ১৯৭১ সালের পর বাংলাদেশ থেকে বেআইনিভাবে এদেশে আসা হিন্দুরাও ভারতের নাগরিকত্ব পেয়ে যাবেন। যা কিনা দেশের পক্ষে সুখকর হবে না। অন্যদিকে, তৃণমূল সাংসদ সৌগত রায় সংসদে এই বিলের বিরুদ্ধে স্পিকারের হস্তক্ষেপ দাবি করেন। বলেন, এই বিলে ছ'‌টি ধর্মের মধ্যে মুসলমানদের অন্তর্ভুক্ত করা হয়নি। দয়া করে এই বিলটিকে ধর্মনিরপেক্ষ করুন। ধর্মের ভিত্তিতে যাঁরা ভারতে আশ্রয় চাইবেন তাদেরই আশ্রয় দেওয়া উচিত বলে ‌দাবি তৃণমূল সাংসদের।‌‌‌