আসছে রেডমি এক্স, থাকছে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা


সম্প্রতি নতুন ব্র্যান্ডের তকমা পেয়েছে রেডমি। ১০ জানুয়ারি শাওমির ছত্রছায়া থেকে প্রথম ফোন লঞ্চ করতে চলেছে রেডমি। নতুন এই ফোনের নাম হতে চলেছে রেডমি এক্স। ইতিমধ্যেই একাধিক সোশ্যাল মিডিয়া পোস্টে শাওমি প্রধান ৪৮ মেগাপিক্সেল ক্যামেরার রেডমি ফোন লঞ্চের কথা জানিয়েছিলেন। অবশেষে লঞ্চ হতে চলেছে সেই ফোন।

সম্প্রতি চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে শাওমি ধান লিন জানিয়েছিলেন শাওমির ছত্রছায়া থেকে বেরিয়ে পৃথম ব্র্যান্ড হল রেডমি। ১০ জানুয়ারি ফোন লঞ্চের কথা সেখানেই জানিয়েছিলেন শাওমি প্রধান।
রেডমি এক্স স্পেসিফিকেশান

রেডমি এক্স ফোনে থাকছে ৬.৩ ইঞ্চি ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট ওয়াটার ড্রপ নচ। ফোনের ভিতরে থাকছে 4,000 mAh ব্যাটারি। তবে রেডমি এক্স ফোনের প্রধান আকর্ষন ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় একটি ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে। ফোনের ভিতরে থাকবে স্ন্যাপড্রাগন ৬৭৫ চিপসেট।

তবে আপাতত শুধুমাত্র চিনে রেডমি এক্স লঞ্চ হবে। সম্প্রতি ভারতে রেডমি নোট ৫ প্রো ফোনের দাম কমিয়েছে শাওমি। মাস খানেক আগে রেডমি নোট ৬ প্রো লঞ্চের ঠিক আগে একবার কমেছিল দাম। আরও সস্তা হল শাওমির সাম্প্রতিক ইতিহাসে সবথেকে জনপ্রিয় স্মার্টফোন রেডমি নোট ৫ প্রো। ভারতে কোম্পানির পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে এই ফোনের দাম কমিয়েছে কোম্পানি।

দাম কমার পরে ভারতে 4GB RAM Redmi Note 5 Pro এর দাম ১২,৯৯৯ টাকা। অন্যদিকে হাই এন্ড 6GB RAM Redmi Note 5 Pro কিনতে খরচ হয় ১৩,৯৯৯ টাকা। ভারতে পাঁচটি রঙে পাওয়া যায় ২০১৮ সালের বেস্ট সেলিং স্মার্টফোন। ইতিমধ্যেই অনলাইনে নতুন দামে রেডমি নোট ৫ প্রো বিক্রি শুরু হয়েছে।