ভারতে হামলার কী ছক করছে পাকিস্তান?‌ ভয়ঙ্কর তথ্য গোয়েন্দাদের হাতে


সম্মুখসমরে পেরে উঠছে না পাকিস্তান। তাই নয়া ছক নিয়েছে হামলা করার। জম্মু–কাশ্মীরে নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনার ওপরে হামলা চালাতে নতুন অস্ত্র ব্যবহার করার পরিকল্পনা করেছে পাকিস্তান। এবার ভারতীয় সেনা বাঙ্কারগুলিকে টার্গেট করতে জিপিএস নিয়ন্ত্রিত মর্টার ব্যবহার করার পরিকল্পনা করেছে পাক সেনা। গোয়েন্দা সূত্রে এই খবর মিলেছে। 
জানা গিয়েছে, ইউরোপের কয়েকটি দেশে এই ধরনের মর্টার রয়েছে। আর চীনের কাছে রয়েছে অত্যাধুনিক জিপিএস নিয়ন্ত্রিত মর্টার। আর চীন হল পাকিস্তানের বন্ধু দেশ। তাই তারা এই মর্টার পাকিস্তানের হাতে তুলে দিয়ে সাহায্য করতে পারে। আর পাকিস্তান তা হাতে পেলেই ভারতের ওপর হামলা চালাবে। কিন্তু কি বিশেষত্ব রয়েছে এই জিপিএস নিয়ন্ত্রিত মর্টারে?‌ গোয়েন্দা সূত্রে খবর, এই মর্টারের বিশেষত্ব হল শত্রুকে টার্গেট করে একেবারে নিখুঁত নিশানায় আঘাত করতে পারে। একইসঙ্গে হামলাকারীও অনেক নিরাপদে থাকতে পারে। এই ধরনের মর্টার ছোঁড়ার পরও এর গতিপথ বদল করা যেতে পারে। এমনকী কোনও ভ্রাম্যমান লক্ষ্যবস্তুকেও নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। সম্প্রতি আফগানিস্থানে তালিবান বিরোধী হামলার সময়ে ওই জিপিএস নিয়ন্ত্রিত মর্টার ব্যবহার করেছিল মার্কিন সেনারা।