ইন্দোনেশিয়ায় সুনামিতে মৃত বেড়ে ২৮১, আহত ১০০০-র বেশি


জাকার্তা : ইন্দোনেশিয়ায় সুনামিতে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২৮১। আহত হয়েছেন ১০০০ জনের বেশি। সেদেশের জাতীয় বিপর্যয় সংস্থা আজ একথা জানিয়েছে।

শনিবার সুন্দা স্ট্রেইট উপকূলে সুনামি আছড়ে পড়ে। সুন্দা স্টেইট জাভা ও সুমাত্রা দ্বীপের মাঝে অবস্থিত। এই উপকূল জাভা সাগরকে ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করে। সুনামির ফলে দক্ষিণ লাম্পুং সহ আরও দুটি এলাকাতেও মৃত্যুর খবর পাওয়া গেছে। মনে করা হচ্ছে, ক্রাকাটোয়া আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের পর সমুদ্রের নিচে ভূমি ধসের কারণেই সুনামির উৎপত্তি হয়েছে। সোশাল মিডিয়ায় পোস্ট করা সুনামির একটি ভিডিয়োতে দেখা গেছে, বেশ দ্রুত গতিতে সমুদ্র সৈকতে আঘাত হানছে সুনামি। আর এতে মুহূর্তেই ভেসে যাচ্ছে বাড়ি-ঘর, গাড়ি।

শনিবার বছর শেষে উদযাপনের আনন্দে একটি মঞ্চে গানের অনুষ্ঠান চলছিল। 'সেভেনটিন' নামে একটি ব্যান্ড যখন 'উই আর সেভেনটিন' সুরে মঞ্চ মাতাচ্ছিলেন তখনও এই ভয়াবহ সুনামির কথা জানা ছিল না। মঞ্চে গাইতে গাইতেই জলের তোড়ে তলিয়ে যান সকলে। যাঁরা গান গাইছিলেন তার মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে। দু'জন এখনও নিখোঁজ। 
সরকারি তরফে জানানো হয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।