সেনসেক্স নামল ২৭২ পয়েন্ট


মুম্বই: সোমবার দিনের শেষে বিএসই সেনসেক্স গত লেনদেনের দিনের তুলনায় ২৭১.৯২ পয়েন্ট নেমে অবস্থান করছে ৩৫,৪৭০.১৫ পয়েন্টে যেখানে আগের দিন ছিল ৩৫,৭৪২.০৭ পয়েন্ট৷ পাশাপাশি এনএসই সূচক নিফটি এদিন গত দিনরে তুলনায় নেমে গিয়েছে ৯০.৫০ পয়েন্ট ফলে দিনের শেষে অবস্থান করছে ১০,৬৬৩.৫০ পয়েন্টে৷

এদিন বাজারে ৯০৮ টি শেয়ারের দাম বাড়লেও কমেছে ১৬৩৮টি শেয়ারের দাম এবং ১৪২টি শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে৷ আগামিকাল মঙ্গলবার ২৫ ডিসেম্বর ক্রিসমাস উপলক্ষ্যে বাজার বন্ধ থাকবে৷

তবে দিনের শুরুতে শেয়ার সূচক নিফটি প্রায় ২৭ পয়েন্ট বাড়িয়ে তার বেটিং শুরু করে। অন্য দিকে শেয়ার সূচক সেনসেক্স শুরু করে ১১৭ পয়েন্ট বাড়িয়ে৷ দিনের শেষে সূচক কোথায় কত পয়েন্ট এ গিয়ে দাঁড়ায় সেই দিকে তাকিয়ে ছিলেন বিনিয়োগকারীরা। তবে পয়েন্ট বাড়িয়ে বেটিং শুরু করলেও কিছুক্ষন পরে শেয়ার সূচকের পতন ঘটে৷