অসমে বিষমদে ১৫ মহিলা-সহ ৩২ জনের মৃত্যু


বিষমদ খেয়ে অসমে কমপক্ষে ৩২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্য ১৫ জনই আবার মহিলা। বিষমদে অসুস্থ হয়ে রাজ্যের দুটি হাসপাতালে ভরতি রয়েছেন প্রায় ৫০ জন। রাজ্যের গোলাঘাট ও জোড়হাটে এই মদ-বিষক্রিয়ায় মৃত্যুর ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রে খবর, প্রথম ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে, গুয়াহাটি থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে, গোলাঘাটের সালমোরা চা-বাগানে। অন্যটি জোড়হাটের তিতাবরের প্রত্যন্ত গ্রামে। গোলাঘাটে মারা গিয়েছেন ১৫ মহিলা-সহ ২৫ জন। এর মধ্যে ১৮ জনেরই মৃত্যু হয়েছে গোলাঘাট সরকারি হাসপাতালে। বাকিরা মারা গিয়েছে জোড়হাট হাসপাতালে।

গোলাঘাটের স্বাস্থ্য যুগ্ম অধিকর্তা জানান, মদ খাওয়ার পরেই বিষক্রিয়া শুরু হয়। বমির সঙ্গে বুকে ব্যথা শুরু হয়। হাসপাতালে ভরতি করেও কিছু করা সম্ভব হয়নি। তাঁর দাবি, শুধু জোড়হাট সরকারি হাসপাতালে বিষমদে অসুস্থ ৫৫ জনকে ভরতি করা হয়েছিল। ৭জন মারা গিয়েছেন। ৪৮ জনের চিকিত্‍‌সা চলছে।