অসাধারণ সেঞ্চুরি পুজারার, চাপের মুখ থেকে আপাতত রক্ষা ভারতের


শুরুর দিকে যা পরিস্থিতি ছিল, তাতে মনে হচ্ছিল অ্যাডিলেডের সবুজ পিচে আবারও বোধহয় মুখ থুবড়ে পড়তে চলেছে ভারত। কিন্তু চাপের মুখেই তো রুখে দাঁড়ানো তাঁর স্বভাব। সেই অনুযায়ীই, অস্ট্রেলিয়ার সবুজ পিচেও চেতেশ্বর পুজারার ব্যাট ঝলসে উঠল। অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতে তাঁর করা ১২৩ রানই যেন টেস্ট সিরিজের প্রথম দিন ভারতকে একরাশ অক্সিজেন দিয়ে গেল। 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনের শুরুটা অত্যন্ত খারাপ হয় ভারতের জন্য। লাঞ্চের আগেই চার উইকেট চলে যায় সফরকারী দলের। ফিরে যান দুই ওপেনার মুরলি বিজয় এবং লোকেশ রাহুল। যখন মনে করা হচ্ছিল ত্রাতা হিসেবে দেখা দেবেন সেই বিরাট কোহলি, তখনই যেন ছন্দপতন। প্যাট কামিন্সের বলে মাত্র ৩ রান করার পরেই তৃতীয় স্লিপে উসমান খোয়াজার দুরন্ত ক্যাচ ফিরিয়ে দেয় বিরাটকে। এই পরিস্থিতিতেই রুখে দাঁড়ান চেতেশ্বর পুজারা। কখনও রোহিত শর্মা, কখনও বা অশ্বিন, ঋষভ পন্থকে সঙ্গে নিয়ে ভারতকে ভদ্রস্থ একটা জায়গায় পৌঁছে দেন তিনি।

শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের স্কোর ২৫০ রানে ৯ উইকেট। ১২৩ রান করে প্যাট কামিন্সের দুরন্ত রানআউটে প্যাভিলিয়নে ফিরে যান পুজারা।