রাত পোহালেই তেলেঙ্গানার ১১৯ আসনে ভোট


তেলেঙ্গানায় মহাজোটের সঙ্গে লড়াই টিআরএস-এর। সেখানে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। জোরদার প্রচার চালিয়েছেন মহাজোটের বড় দল টিডিপি। অন্ধ্রের শাসকদলের বিরুদ্ধে রাজ্য দখলের চেষ্টার অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। অন্যদিকে বিজেপির তরফে যোগী আদিত্যনাথ ভোটপ্রচারে গিয়ে রাজ্যের নাম বদলের কথাও বলেছেন।

৭ ডিসেম্বর রাজ্যের দ্বিতীয় বিধানসভা গঠনের জন্য নির্বাচন। বিধানসভার সময় ছিল ২০১৯-এর মে পর্যন্ত। কিন্তু ২০১৮-র সেপ্টেম্বরে মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও বিধানসভা ভেঙে দেওয়ার প্রস্তাব দেন।