অ্যাডিলেডে টসে জিতে ব্যাটিং করতে নামল ভারত


অ্যাডিলেড: ব্রিসবেনে প্রথম টি-২০ ম্যাচে হার দিয়ে অস্ট্রেলিয়া সফর শুরু করলেও টিম ইন্ডিয়া শেষমেশ তিন ম্যাচের সংক্ষিপ্ত ওভারের সিজির ড্র করতে সক্ষম হয়েছে৷ সিডনিতে তৃতীয় টি-২০ ম্যাচে দাপটের সঙ্গে জয় তুলে নিয়েছেন কোহলিরা৷ মেলবোর্নের দ্বিতীয় টি-২০ ম্যাচ বৃষ্টির জন্য মাঝপথে ভেস্তে না গেলে ভারত সিরিজ জিততেও পারত৷ কেননা আগাগোড়া ম্যাচের রাশ ছিল কোহলিদের হাতেই৷

এবার ভারতের লক্ষ্য অস্ট্রেলিয়ার মাটিতে ৭০ বছরে প্রথমবার টেস্ট সিরিজ জয়৷ স্মিথ-ওয়ার্নারহীন অপেক্ষাকৃত দূর্বল অজি দলের বিরুদ্ধে ভারতের সিরিজ জয়ের সমূহ সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা৷ সুযোগ যে রয়েছে, তা মেনে নিচ্ছে টিম ইন্ডিয়াও৷ তবু সতর্ক হয়ে এগতে চাইছে কোহলি অ্যান্ড কোং৷

অ্যাডিলেডে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে টস ভাগ্য সঙ্গ দেয় ভারতের৷ ব্যাটিং পিচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিতে দু'বার ভাবেননি বিরাট কোহলি৷ টসের পর কোহলি বলেন, 'প্রত্যেকটা সিরিজেই আমাদের সামনে নতুন চ্যালেঞ্চ অপেক্ষা করে থাকে৷ এখানে সুযোগ রয়েছে৷ তবে কোনও কিছুই নিশ্চিত করে বলা সম্ভব নয়৷ অ্যাডিলেডে খেলতে দারুণ লাগে৷ অসাধারণ পরিবেশ, দারুণ স্টেডিয়াম, ভালো পিচ, সব মিলিয়ে উপভোগ করি এখানে খেলা৷'

ম্যাচের আগের দিনই অস্ট্রেলিয়া তাদের প্রথম একাদশ ঘোষণা করে দেয়৷ সেই মতো অ্যাডলেড ওভালে টেস্ট অভিষেক হয় ওপেনার মার্কাস হ্যারিসের৷ ভিক্টোরিয়ার ২৬ বছর বয়সি বাঁ-হাতি ব্যাটসম্যানের হাতে ব্যাগি গ্রিন তুলে দেন মাইক হাসি৷ হ্যারিস অস্ট্রেলিয়ার ৪৫৬ নম্বর টেস্ট ক্রিকেটার৷

তবে ভারত ১২ জনের স্কোয়াড ঘোষণা করে প্রথম এগারো নিয়ে সংশয়ে রেখে দেয় সমর্থকদের৷ এক্ষেত্রে কোনও একজনকে রিজার্ভ বেঞ্চে বসতেই হত৷ ব্যাটিং অর্ডারের ছ'নম্বরে লড়াই ছিল রোহিত শর্মার সঙ্গে হনুমা বিহারীর৷ শেষমেশ শিকে ছেঁড়ে রোহিতের ভাগ্যে৷ রোহিতকে দলে নেওয়া প্রসঙ্গে বিরাট বলেন, 'ছ'নম্বরে রোহিতকে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ টেল এন্ডারদের নিয়ে ও দারুণ ব্যাট করে৷ তাছাড়া অস্ট্রেলিয়ার পরিবেশ ওর ব্যাটিং স্টাইলের সঙ্গে মানানসই৷'

অস্ট্রেলিয়ার প্রথম একাদশ: মার্কাস হ্যারিস, অ্যারন ফিঞ্চ, উসমান খোওয়াজা, শন মার্শ, পিটার হ্যান্ডসকম্ব, ট্রেভিস হেড, টিম পেইন (অধিনায়ক/উইকেটকিপার), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, ন্যাথন লায়ন ও জোশ হ্যাজেলউড (সহ-অধিনায়ক)।

ভারতের প্রথম একাদশ: মুরলি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে (সহঅধিনায়ক), রোহিত শর্মা, ঋষভ পন্ত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, ঈশান্ত শর্মা ও জসপ্রীত বুমরাহ৷