BA, BSc-র প্রথম সেমেস্টারের ফর্ম ফিল আপের দিন বাড়ল


বিএ এবং বিএসসি'র প্রথম সেমেস্টারের পরীক্ষার ফর্ম ফিল আপের দিন বাড়াল কলকাতা বিশ্ববিদ্যালয়। বুধবার বিশ্ববিদ্যালয়ের তরফে কলেজগুলিকে ইমেইলে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। 

জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক জয়ন্ত সিনহার তরফে এ দিন প্রতিটি কলেজ কর্তৃপক্ষের কাছে একটি ইমেইল পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, বিএ এবং বিএসসি'র প্রথম সেমেস্টারের পরীক্ষায় বসতে আগ্রহী পড়ুয়ারা বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবেন। তবে এই বিষয়টি 'গোপান' রাখার কথাও বলা হয়েছে ওই ইমেইলে।

বিশ্ববিদ্যালয় নির্ধারিত হাজিরা না থাকায় এবার বিভিন্ন কলেজের বহু পড়ুয়াকে পরীক্ষার ফর্ম ফিল আপ করতে দেওয়া হয়নি। যার জেরে একাধিক কলেজে ছাত্র বিক্ষোভের ঘটনা ঘটে। নির্ধারিত হাজিরা না থাকলে পড়ুয়াদের পরীক্ষায় বসেত দেওয়া হবে না বলে পরে সাফ জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তার পরেও কলেজগুলিকে পাঠানো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এ দিনের 'গোপন' ইমেইল নিয়ে অনেক শিক্ষক-শিক্ষিকাই পরিচিত মহলে প্রশ্ন তুলেছেন।