প্রয়াত বিধানসভার ডেপুটি স্পিকার হায়দার আজিজ সফি, শোকপ্রকাশ মমতার


কলকাতা: প্রয়াত হলেন বিধানসভার ডেপুটি স্পিকার হায়দার আজিজ সফি৷ বুধবার সকাল একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৬ বছর৷ ডেপুটি স্পিকারের মৃত্যুতে ট্যুইট করে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

জানা গিয়েছে, অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরেই বেলভিউ হাসপাতালে ভরতি ছিলেন সফি৷ গতকাল ছাড়া পেয়ে বাড়ি ফিরে আসেন৷ কিন্তু বুধবার সকালে ফের অসুস্থ হয়ে পড়ায় তাঁকে আমরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তার কিছুক্ষণ পরই মারা যান৷ সূত্রের খবর, নিউমোনিয়ার কারণে মৃত্যু হয় তাঁর৷

হায়দার আজিজ সফির প্রয়াণে তৃণমূলের অনেক নেতাই শোকপ্রকাশ করেছেন৷ সদ্যপ্রয়াত এই ডেপুটি স্পিকারের মরদেহ বেলা একটায় বিধানসভায় নিয়ে আসা হবে৷ সেখানে মন্ত্রী ও বিধায়কেরা শ্রদ্ধা জ্ঞাপন করবেন৷ এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে উলুবেড়িয়ায় তাঁর বিধানসভা কেন্দ্রে৷ রাতে পিস হাভেনে মরদেহ রাখা হবে৷ পরের দিন সকাল ৯টায় বিশেষ বিমানে ডেপুটি স্পিকারের দেহ নিয়ে যাওয়া হবে লখনউ৷