মধ্যপ্রদেশে সরকার গঠনের দাবি জানাতে রাজ্যপালের সময় চাইল কংগ্রেস


ভূপাল: মধ্যপ্রদেশ থাকবে কার দখলে? ভোটের ফলে ম্যাজিক ফিগার ছঁতে পারেনি কংগ্রেস, বিজেপি কোনও পক্ষই৷ হাড্ডাহাড্ডি লড়াই শেষে ২৩০ আসনের মধ্যপ্রদেশ বিধানসভায় কংগ্রেসের দখলে ১১৪টি আসন৷ গেরুয়া শিবির পেয়েছে ১০৮টি৷ মায়াবতীর বিএসপি'র দখলে ৩টি আসন ও অন্যান্যরা জয় পেয়েছে ৬টি আসনে৷

এই অবস্থায় একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে মধ্যপ্রদেশে সরকার গঠনের দাবি জানাবে কংগ্রেস৷ রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের কাছে সময় চাইল কংগ্রেস৷ রাতেই দেকা করার সময় চায় 'হাত' শিবির৷ তবে রাজ্যপালের দফতরের তরফে জানানো হয় নির্বাচন কমিশনের চূড়ান্ত ফলাফল দেখেই কংগ্রেস নেতৃত্বকে সময় দেওয়া হবে৷

এই মুহূর্তে মধ্যপ্রদেশ বিধানসভার যা ফলাফল তাতে ম্যাজিক ফিগার থেকে মাত্র ২টি আসন দূরে রয়েছে কংগ্রেস৷ বিএসপি বা অন্যান্যদের সাহায্য নিয়ে সরকার গঠন করতে পারে তারা৷ সূত্রের খবর, বিএসপি রাহুলের কংগ্রেসকে সমর্থন জানাতে পারে৷ এছাড়াও রয়েছে অন্য বিকল্প৷ অন্যন্যরা জয় পেয়েছে ৬টি আসনে৷ এক্ষেত্রে তাদের সমর্থও সরকার গড়তে নিচে পারে 'হাত' শিবির৷

রাজনৈতিক মহলের ব্যাখ্যা চিঠির মাধ্যমে কমল নাথের সরকার গঠনের জন্য রাজ্যপলের কাচে সময় চাওয়ার অর্থ আসলে রাজনৈতিক কৌশল৷ এর ফলে বিজেপি কম আসন পেয়ে সরকার গঠনের দাবি জানালেও কংগ্রেস আগে চিঠি দিয়ে রাখায় রাজ্যপালকে প্রথমে কংগ্রেসকেই ডাকতে হবে৷ কাশ্মীরের উদাহরণ সামনে থাকায় এক্ষেত্রে সরকার গঠনের আবেদন ফ্যাক্স করা হয়নি৷ তা গিয়ে হাতে হাতে দেওয়া হয়৷