একবছরের জন্য সাসপেন্ড সাজিদ, জানাল ডিরেক্টরস' অ্যাসোসিয়েশন


অভিনেত্রীদের যৌন হেনস্থার অভিযোগে সাজিদ খানকে একবছরের জন্য সাসপেন্ড করল ইন্ডিয়ান ফিল্ম ও টেলিভিশন ডিরেক্টরস' অ্যাসোসিয়েশন (IFTDA)।

অভিনেত্রী রাচেল হোয়াইট, অ্যাসিস্টেন্ট ডিরেক্টর সালোনি চোপড়া ও এক সাংবাদিককে হেনস্থার অভিযোগ রয়েছে সাজিদের বিরুদ্ধে। নানা পাটেকরের বিরুদ্ধে তনুশ্রী দত্তর অভিযোগের পর যখন বলিউডে #MeToo মুভমেন্ট শুরু হয় সেই সময়েই সাজিদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তোলেন তিন মহিলা। এরপর IFTDA-র তরফে সমন জারি করা হয় সাজিদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকারও করেন সাজিদ। তবে মেনে নেন মহিলাদের প্রতি তাঁর কুরুচিকর ব্যবহারের কথা।

আজ সাজিদকে সাসপেন্ড করার বিষয়ে ঘোষণা করে IFTDA জানিয়েছে যে তারা POSH অ্যাক্টে তদন্ত করেছে। এবং সাজিদের বিরুদ্ধে ওঠা ক্ষমতার অপব্যবহার ও হেনস্থার অভিযোগকে গুরুতর উদাহরণ হিসেবে গণ্য করছে। আরও জানা গেছে, নিজের পক্ষে সাজিদ সেভাবে কোনও যুক্তিও দিতে পারেননি।

যৌনহেনস্থার অভিযোগ ওঠার পরই সাজিদ খান 'হাউজ়ফুল ফোর'-র পরিচালকের দায়িত্ব ছেড়ে দেন। অক্ষয় কুমার ও ফারহান আখতার অভিনেত্রীদের পাশেও দাঁড়ান। পরে ছবি থেকে সরে যান নানা পাটেকরও।