৬ লাখ বেকারকে স্বনির্ভর করার লক্ষ্যমাত্রা রাজ্যের

কারিগরী শিক্ষা দপ্তরের মন্ত্রী পূর্ণেন্দু বসু
     
কলকাতা : চলতি আর্থিক বছরে ৬ লাখ বেকার যুবক-যুবতিকে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার। কারিগরী শিক্ষা দপ্তরের মন্ত্রী পূর্ণেন্দু বসু বলেন, "ইতিমধ্যেই আড়াই লাখ বেকারের প্রশিক্ষণ হয়ে গেছে। চলতি আর্থিক বছরের ৩১ মার্চের মধ্যে বাকিদের প্রশিক্ষণ‌ দেওয়ার কাজ শেষ হবে। এই প্রশিক্ষণপ্রাপ্তরা যাতে প্রত্যেকেই স্বনির্ভর হয় সেই ব্যবস্থাই করবে রাজ্য সরকার।"

একের পর এক জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়‌ বেকার যুবক ও যুবতিদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি চান, বেকাররা কারিগরী শিক্ষায় শিক্ষিত হয়ে স্বনির্ভর হন। সেইমতো রাজ্যজুড়ে কারিগরি শিক্ষা দপ্তরের তত্ত্বাবধানে শুরু হয়েছে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা। বিনা খরচে কারিগরী শিক্ষা দপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে প্রশিক্ষণ নিচ্ছেন অনেকে। মোবাইল, ফ্যান, টেলিভিশন, ফ্রিজ়, এয়ার কন্ডিশন ঠিক করার প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাচ্ছেন তাঁরা। ইতিমধ্যে আড়াই লাখ বেকার যুবক-যুবতিকে প্রশিক্ষণ দিয়েছে সরকার। চলতি আর্থিক বছরে লক্ষ্যমাত্রা রয়েছে আরও সাড়ে তিন লাখ। 
সব মিলিয়ে ছ'লাখ বেকার যুবক-যুবতিকে প্রশিক্ষণ দেবে রাজ্য সরকার। পূর্ণেন্দু বসু বলেন, "ছ'লাখ বেকারকে আমরা ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করেছি। আমাদের লক্ষ্য হবে এই ট্রেনিংপ্রাপ্তদের অধিকাংশই যাতে স্বনির্ভর হয়। যাঁরা প্রশিক্ষণ নিয়ে বেশি যোগ্য হয়ে উঠবেন তাঁরা IT সেক্টর, সার্ভিস সেন্টার সহ একাধিক জায়গায় কাজের সুযোগ পাবেন। অর্থাৎ প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে কিছু কাজ পাবেন, আবার কিছু স্বনির্ভর হবেন।"