মুঠোয় বন্দি স্মার্ট যন্ত্রটা পালটে দিচ্ছে কচিকাঁচাদের মস্তিষ্কের গঠন


সারা দিন ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্ট ফোনে আটকে থাকা শৈশবের রঙটা বদলে যেতে শুরু করেছে বেশ কিছু দিন ধরেই। তবে সাম্প্রতিক এক সমীক্ষা বলছে, শুধু শৈশবের সংজ্ঞা নয়, বদলে যাচ্ছে ওদের মস্তিষ্কের গঠনও। নির্দিষ্ট সময়ের আগেই ক্ষয়ে যেতে শুরু করেছে মস্তিষ্কের কর্টেক্স।

মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথ-এর তত্ত্বাবধানে হওয়া এক সমীক্ষায় প্রায় ১১ হাজার শিশু-কিশোরকে নিয়ে গবেষণা চলছে বর্তমানে। সমীক্ষার প্রাথমিক ফলাফল বলছে, দিনে সাত ঘণ্টা কিমবা তার বেশি সময় মুঠোফোন, ট্যাবলেট কিমবা ল্যাপটপে কাটায় যারা তাদের মস্তিষ্কের কর্টেক্স সময়ের আগেই ক্ষয়ে যেতে শুরু করেছে।

তবে ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথ -এ গবেষণারত চিকিৎসক ডাউলিং বলছেন, সমীক্ষার চূড়ান্ত ফলাফল না আসা পর্যন্ত বলা যাচ্ছে না ডিজিটাল দুনিয়ায় কাটানো সময়ের সঙ্গে মস্তিষ্কের গঠনগত পরিবর্তনের সম্পর্ক ঠিক কতটা? আবার কর্টেক্সের ক্ষয়ে যাওয়া অথবা সরু হয়ে আসাও আদৌ শরীরের পক্ষে ক্ষতিকারক কিনা, অথবা কতটা ক্ষতিকারক, সে ব্যাপারেও সুনিশ্চিত ভাবে বলা যাচ্ছে না কিছুই।

প্রসঙ্গত, দিন কয়েক আগেই 'অ্যাক্টিভ হেলদি কিডস গ্লোবাল অ্যালায়েন্স'-এর রিপোর্ট প্রকাশ পেয়েছে। রিপোর্ট বলছে, ডিজিটাল যাপন ক্রমশ বদলে দিচ্ছে শৈশবের সংজ্ঞা। সার্বিক জীবনযাপনে নগরায়ণের প্রভাব যত গাঢ় হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে মনের এবং শরীরের স্বাস্থ্য।