কলকাতায় পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি! সাধারণের মধ্যে কারণ নিয়ে প্রশ্ন


বুধবার দেশের বেশিরভাগ শহরে পেট্রোল ডিজেলের দামের পরিবর্তন না হলেও, তা পরিবর্তিত হল কলকাতা ও নয়দায়। ইতিমধ্যেই টাকার দাম পড়েছে। আন্তর্জাতিক বাজারেও তেলের দামে সামান্য বৃদ্ধি হয়েছে।

গত কয়েকদিনে টাকার দাম ৩ শতাংশের ওপর পড়েছে। যদিও, উত্তর প্রদেশের মতো কিছু রাজ্যে তেলের দাম বেড়েছে, কেননা রাজ্যের এক্সাইজ ডিউটি বেড়েছে।

বুধবার দিল্লিতে পেট্রোল ও ডিজেলের মূল্য ছিল যথাক্রমে লিটার পিছু ৭০.২০ টাকা এবং ৬৪.৬৬ টাকা। মঙ্গলবারের থেকে দামে কোনও পরিবর্তন হয়নি। মুম্বইয়েও দুই পেট্রোপণ্যের দাম রয়েছে মঙ্গলবারের মতোই। লিটার পিছু যথাক্রমে ৭৫.৮০ টাকা এবং ৬৭.৬৬ টাকা। চেন্নাইতেও দামের কোনও পরিবর্তন হয়নি। দাম যথাক্রমে লিটার পিছু ৭২.৮২ টাকা এবং ৬৮.২৬ টাকা।

যদিও পশ্চিমবঙ্গের কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে লিটার পিছু একটাকা করে। বুধবার তা হয়েছে যথাক্রমে ৭৩.২৮ টাকা এবং ৬৭.৪০ টাকা। মঙ্গলবার যা ছিল যথাক্রমে ৭২.২৮ এবং ৬৬.৪০ টাকা করে।

নয়ডায় পেট্রোল ও ডিজেলের দাম কিছু বেড়েছে। পেট্রোলে ১৭ পয়সা বেড়ে হয়েছে ৭০.৩৬ টাকা এবং ডিজেলে ১৫ পয়সা বেড়ে হয়েছে ৬৪.২১ টাকা।